পরিবহন শ্রমিক আটক, সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ
সুনামগঞ্জে পরিবহন দুই শ্রমিককে আটকের ঘটনার জেরে সিলেট-সুনামগঞ্জ সড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখেন বাস মালিক-চালক সমিতির নেতৃবৃন্দ। রোববার (১৩ জুন) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ অবরোধ কর্মসূচি পালন করেন পরিবহন শ্রমিকরা।
অবরোধ কর্মসূচি পালনকালে রোববার দুপুরে সিলেট কুমারগাঁওয়ে পরিবহন শ্রমিকরা রাস্তায় অবস্থান নেন। পরে এসএমপি’র জালালবাদ থানাপুলিশের হস্তক্ষেপে দুপুর দেড়টার দিকে অবরোধ তুলে নেন শ্রমিকরা।
এ বিষয়ে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, সুনামগঞ্জের ছাতকে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) দুজন শ্রমিককে আটক করেছে। তবে কী কারণে আটক করেছে আমরা জানি না। এ ঘটনার জের ধরে বেলা সাড়ে ১১টায় সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন শ্রমিকরা। এদিকে, দুপুর ১২টার দিকে সিলেটের কুমারগাঁওয়েও রাস্তায় অবস্থান নেন তারা। খবর পেয়ে আমরা সেখানে গিয়ে শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে কথা ববললে দুপুর দেড়টার দিকে অবরোধ তুলে নেন তারা এবং যান চলাচল স্বাভাবিক হয়।
Related News
সোনাতলা বাজারে খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে ধানের শীষের লিফলেট বিতরণ
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা বাজারে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-১ আসনে বিএনপিরRead More
বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের “অনুষ্ঠান ও বার্তা’র মানোন্নয়ন” বিষয়ে সেমিনার
বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের উদ্যোগে “অনুষ্ঠান ও বার্তার মানোন্নয়ন” বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। “বেতারRead More

