Main Menu

মেসি ছাড়বেন না ক্লাব, ইতিবাচক বার্সা-প্রধান

আর্জেন্টিনায় সতীর্থ আগুয়েরোর আবির্ভাব লগ্নে বার্সেলোনা ভক্তদের জন্য আশার খবর। ক্লাবের নতুন প্রেসিডেন্ট লাপোর্তা বলে দিলেন, মেসির চুক্তি নিয়ে ইতিবাচক কথাবার্তাই চলছে। একই সাথে তিনি জানিয়েছেন, আরো নতুন ফুটবলার আসছে বার্সায়।

এই জুন মাসেই বার্সেলোনার সাথে চুক্তি শেষ হয়ে যাচ্ছে মেসির। গত মৌসুমের শেষের দিকে আইনি ফ্যাক্স পাঠিয়ে লিয়ো ক্লাব ছাড়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। তার পর থেকে তার বার্সা ছাড়া নিয়ে জল্পনা থামেনি।

লাপোর্তা যদিও বলেছেন, ‘মেসির লোকজনের সাথে আমাদের কথা চলছে। এবং কথাবার্তা বেশ ভালোই এগোচ্ছে। এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি ঠিকই, তবে আমরা জানি লিয়ো ক্লাবে থাকতেই চায়।’ যোগ করেছেন, ‘আর্থিক বিষয় এর মধ্যে আসছে না। আগুয়েরো কী বলেছে, সকলে নিশ্চয়ই শুনেছেন যে, ও লিয়োর সাথে খেলতে চায়। আমাদের মাথায় সব সময়ই সেটা ছিল।’

ম্যাঞ্চেস্টার সিটি থেকে আগুয়োরের সাথে এরিক গার্সিয়াকেও সই করিয়েছে বার্সেলোনা। আগুয়েরো এসেই বলে দিয়েছেন, তিনি ‘বন্ধু’ মেসির পাশে খেলতে পারবেন বলেই আশা করছেন। বার্সার সাথে তার চুক্তি হয়েছে ২০২৩ পর্যন্ত। ক্যাম্প ন্যুতে দাঁড়িয়ে তিনি বলে দিলেন, ‘অবশ্যই মেসির সাথে খেলতে চাই। তবে লিয়ো ক্লাবের সাথে চুক্তি করবে কি করবে না, ওই ঠিক করবে। আমি শুধু বলতে পারি, ওর পাশে খেলতে পারাটা খুবই আনন্দের। আশা করছি মেসি বার্সাতেই থাকবে। সে ক্ষেত্রে দু’জনে মিলে ক্লাবের জন্য সেরাটাই দেব। চেষ্টা করব বড় ট্রফি এনে দিতে।’

সূত্র : আনন্দবাজার






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *