এয়ারপোর্ট রোডে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, আহত ৫
সিলেটের আম্বরখানা-এয়ারপোর্ট রোডে ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশার ৫ জন যাত্রী আহত। রোববার (৩০ মে) রাত সাড়ে ৮টার দিকে মালীনিছড়া চা বাগানের মন্দিরের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত সাড়ে ৮টার দিকে আম্বরখানা থেকে এয়ারপোর্ট গামী সিএনজি অটোরিকশাকে (সিলেট থ ১২-৪০৮৪) ওভারটেক করতে গিয়ে পেছন থেকে ধাক্কা দেয় একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো ন ২১-১২৬৩)। এতে অটোরিকশার ৫ যাত্রী আহত হন। আহত ৫ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের মধ্যে ১ জনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
দুর্ঘটনার পর ট্রাকটি আটক করে রেখেছেন স্থানীয় জনতা। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছেন।
দুর্ঘটনার বিষয়ে এয়ারপোর্ট থানার ওসি খান মুহাম্মদ মাইনুল জাকির বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের দুটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। তাৎক্ষণিক তাদের পরিচয় জানাতে পারেন তিনি।
Related News
স্থানীয় স্কাউট নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা: জুলাই- আগস্টে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের লক্ষ্য বাস্তবায়নে আমাদেরকে কাজ করতে হবে, আমিনুল ইসলাম
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সদস্য (১) ডা. মো. আমিনুল ইসলাম বলেছেন, জুলাই- আগস্টে যারা জীবনRead More
কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর জমি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও টাকা আত্মসাতের অভিযোগ
সিলেটের কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর জমি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বুধবার সিলেটRead More