সিলেটে ভারতীয় জুতাসহ যুবক গ্রেফতার

সিলেট নগরীর নাইওরপুল থেকে পুলিশ অভিযান চালিয়ে ৬৭০ পিস ভারতীয় জুতাসহ তোফায়েল আহমদ (২৪) নামের এক যুবককে গ্রেফতার করে। গ্রেফতারকৃত তোফায়েল সিলেটের জৈন্তাপুরের হেমু হাউতপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে।
এ ঘটনায় কোতোয়ালি থানার এসআই কামরুল হুদা নাঈম শুক্রবার (২৮ মে) বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। সেই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ। এরআগে শুক্রবার (২৮ মে) ভোরে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ এ অভিযান পরিচালনা করে।
বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি থানার ওসি এসএম আবু ফরহাদ। তিনি জানান, পুলিশ অভিযান চালিয়ে ভারতীয় জুতাসহ তোফায়েল আহমদ (২৪) নামের এক যুবককে গ্রেফতার করে। তার বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা আইনে পুলিশ মামলা দায়ের করে।
Related News

ডা.বীরেন্দ্র চন্দ্র দেব ছিলেন সমাজের নিবেদিত প্রাণ : অধ্যাপক ডা শিব্বির আহমদ শিবলী
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক শিব্বির আহমদ শিবলীRead More

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির অভিষেক সম্পন্ন
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির অভিষেক সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সিলেট নগরীর একটিRead More