সিলেটে ভারতীয় জুতাসহ যুবক গ্রেফতার
সিলেট নগরীর নাইওরপুল থেকে পুলিশ অভিযান চালিয়ে ৬৭০ পিস ভারতীয় জুতাসহ তোফায়েল আহমদ (২৪) নামের এক যুবককে গ্রেফতার করে। গ্রেফতারকৃত তোফায়েল সিলেটের জৈন্তাপুরের হেমু হাউতপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে।
এ ঘটনায় কোতোয়ালি থানার এসআই কামরুল হুদা নাঈম শুক্রবার (২৮ মে) বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। সেই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ। এরআগে শুক্রবার (২৮ মে) ভোরে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ এ অভিযান পরিচালনা করে।
বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি থানার ওসি এসএম আবু ফরহাদ। তিনি জানান, পুলিশ অভিযান চালিয়ে ভারতীয় জুতাসহ তোফায়েল আহমদ (২৪) নামের এক যুবককে গ্রেফতার করে। তার বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা আইনে পুলিশ মামলা দায়ের করে।
Related News
সোনাতলা বাজারে খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে ধানের শীষের লিফলেট বিতরণ
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা বাজারে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-১ আসনে বিএনপিরRead More
বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের “অনুষ্ঠান ও বার্তা’র মানোন্নয়ন” বিষয়ে সেমিনার
বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের উদ্যোগে “অনুষ্ঠান ও বার্তার মানোন্নয়ন” বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। “বেতারRead More

