সিলেটে ভারতীয় জুতাসহ যুবক গ্রেফতার

সিলেট নগরীর নাইওরপুল থেকে পুলিশ অভিযান চালিয়ে ৬৭০ পিস ভারতীয় জুতাসহ তোফায়েল আহমদ (২৪) নামের এক যুবককে গ্রেফতার করে। গ্রেফতারকৃত তোফায়েল সিলেটের জৈন্তাপুরের হেমু হাউতপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে।
এ ঘটনায় কোতোয়ালি থানার এসআই কামরুল হুদা নাঈম শুক্রবার (২৮ মে) বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। সেই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ। এরআগে শুক্রবার (২৮ মে) ভোরে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ এ অভিযান পরিচালনা করে।
বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি থানার ওসি এসএম আবু ফরহাদ। তিনি জানান, পুলিশ অভিযান চালিয়ে ভারতীয় জুতাসহ তোফায়েল আহমদ (২৪) নামের এক যুবককে গ্রেফতার করে। তার বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা আইনে পুলিশ মামলা দায়ের করে।
Related News

৮ দফা দাবি নিয়ে জেলা প্রশাসক, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী ও পুলিশ কমিশনার বরাবরে স্মারকলিপি প্রদান
৮ দফা দাবি নিয়ে সিলেটের জেলা প্রশাসক, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী, পুলিশ কমিশনার ও ট্রাফিকRead More

সুরমা নদীর টুকেরবাজার এলাকায় নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন। প্রথম জৈন্তাপুর উপজেলা
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা নৌকা বাইচ প্রতিযোগিতা। প্রায় দের যুগ পর আবারো বৃহত্তর টুকের বাজারRead More