হাটহাজারী থানার মামলায় সুনামগঞ্জে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

চট্টগ্রামের হাটহাজারী থানার মামলায় সুনামগঞ্জের দিরাইয়ে মাওলানা আব্দুর রহমান হেলাল নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১৪ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দিরাই উপজেলার জগদল ইউনিয়নের বড় কাপন গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে দিরাই পুলিশ। তিনি গ্রামের হামদু মিয়ার ছেলে ও হাটহাজারীর একটি নুরানি মাদ্রাসার শিক্ষক।
পুলিশ সূত্র জানায়, গত ২৬ মার্চ হাটহাজারীতে হেফাজতে ইসলামের নরেন্দ্র মোদী বিরোধী আন্দোলনের মামলার এজাহার নামীয় আসামি তিনি। কয়েকদিন দিন ধরে বাড়িতে অবস্থান করছেন-এমন গোপন সংবাদের ভিত্তিতে ঈদের দিন অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে সুনামগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
দিরাই থানার ওসি আজিজুর রহমান মাওলানা আব্দুর রহমান হেলালকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত ব্যক্তি চট্টগ্রামের হাটহাজারী থানার মামলায় এজাহারনামীয় আসামি।
Related News

মদনমোহন কলেজ ছাত্রদল সভাপতি নির্বাচিত হওয়ায় কামরান উদ্দিন অপুকে সংবর্ধনা
সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মদনমোহন কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি নির্বাচিত হওয়ায় সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁওRead More

ডা.বীরেন্দ্র চন্দ্র দেব ছিলেন সমাজের নিবেদিত প্রাণ : অধ্যাপক ডা শিব্বির আহমদ শিবলী
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক শিব্বির আহমদ শিবলীRead More