সিলেটে বিদেশী মদসহ যুবক গ্রেফতার

সিলেটের কোম্পানীগঞ্জের গুচ্ছগ্রাম থেকে বিদেশী মদসহ মফিজুল ইসলাম (২১) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। এসময় তার কাছ থেকে ৯৬ বোতল মদ উদ্ধার করে। গ্রেফতারকৃত মফিজুল কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ গ্রামের ইউনুছ আলীর ছেলে।
মঙ্গলবার (৪ মে) দুপুরে কোম্পানীগঞ্জ থানা পুলিশ গ্রেফতারকৃত মফিজুলকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। এরআগে সোমবার (৩ মে) রাতে গোপন তথ্যের ভিত্তিতে র্যাব তাকে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করেন সিলেট র্যাব-৯ এর এএসপি ওবাইন। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব ৯৬ বোতল বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী মফিজুল ইসলামকে গ্রেফতার করে র্যাব।
Related News
সামাজিক দায়িত্ব ও কর্তব্যবোধ একটি সমাজকে সুন্দর ও পরিশীলিত করতে পারে, ড. তাজ উদ্দিন
লিডিং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেছেন, সামাজিক দায়িত্ব ও কর্তব্যবোধ একটিRead More
সিলেটে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব: সুষম উন্নয়নের স্বার্থে সঠিক জরিপ ও তথ্য প্রদানের বিকল্প নেই
পোভার্টি ম্যাপিং এর উদ্দেশ্য হচ্ছে দেশের দরিদ্র অঞ্চলগুলোকে চিহ্নিত করে অঞ্চলভিত্তিক সুষম উন্নয়নের পথ সুগমRead More