সিলেটে ভারতীয় এ্যানার্জি ড্রিংক আটক
সিলেটের গোয়াইনঘাট থানাধীন লামাকুটাপাড়া এলাকা থেকে ১ হাজার ৩২ পিস ভারতীয় এ্যানার্জি ড্রিংক (রেড বুল) আটক করেছে পুলিশ। এসময় পুলিশ একটি পিকআপও আটক করে। তবে চোরাকারবারি কাউকে গ্রেফতার করতে পারেনি জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর অভিযানকারী দল।
উদ্ধারকৃত রেড বুলর বাজার মূল্য প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা বলে জানায় পুলিশ। সোমবার (২৬ এপ্রিল) ভোর ৫টায় জেলা গোয়েন্দা শাখা (উত্তর) ওসি সাইফুল আলমের নেতৃত্বে এ অভিযান চালায় পুলিশ। এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর এসআই সুজিত চক্রবর্তী বাদী হয়ে পলাতক আসামীদের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) লুৎফর রহমান। তিনি জানান, সীমান্ত পথে চোরাচালান বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে ডিবি পুলিশ। এরই ধারাবাহিকতায় সোমবার ভোরে বিপুল পরিমান রেড বুলসহ একটি পিকাপ আটক করা হয়েছে। এ ঘটনায় পলাতক আসামীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।
Related News
স্থানীয় স্কাউট নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা: জুলাই- আগস্টে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের লক্ষ্য বাস্তবায়নে আমাদেরকে কাজ করতে হবে, আমিনুল ইসলাম
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সদস্য (১) ডা. মো. আমিনুল ইসলাম বলেছেন, জুলাই- আগস্টে যারা জীবনRead More
কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর জমি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও টাকা আত্মসাতের অভিযোগ
সিলেটের কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর জমি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বুধবার সিলেটRead More