রায়হানের পরিবারকে রমজান ও নববর্ষের উপহার পাঠালেন এসএমপি কমিশনার

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে মারা যাওয়া রায়হান আহমেদের বাড়িতে রায়হানের পরিবারের জন্য পবিত্র মাহে রমজান ও শুভ নববর্ষ উপলক্ষে উপহারসামগ্রী পাঠিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. নিশারুল আরিফ।
গত বুধবার দুপুরে জালালাবাদ থানার আখালিয়া নেহারিপাড়ায় রাহানের বাসায় পুলিশ কমিশনারের পক্ষে শুভেচ্ছা উপহারসামগ্রী নিয়ে যান এসএমপির দুই সিনিয়র কর্মকর্তা।
বিকালে এসএমপির মিডিয়া সেল থেকে পাঠানো এক ক্ষুদ্র বার্তায় এ তথ্য জানানো হয়। উপহার নিয়ে যান সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের ও সহকারী কমিশনার (অর্থ) রাখী রানী দাস।
পরিবারের পক্ষে রায়হানের মা সালমা বেগম, স্ত্রী তাহমিনা আক্তার তান্নি ও সৎবাবা হাবিবুল্লাহ উপহারসামগ্রীগুলো গ্রহণ করেন।
Related News

স্বাগত ১৪৩২ বাংলা
কঠিন এক অসুখ আঁকড়ে ধরেছে পৃথিবীকে। সময়গুলো ক্রমশ রক্তপাতের দিকে এগুচ্ছে। আবার সেই পৃথিবীর একদলRead More

সাহিত্য সংযোগ সিলেটের ঈদ উৎসব-২০২৫: ঈদ হলো সামাজিক বন্ধনের অন্যতম উৎসব
সাহিত্য সংযোগ সিলেটের আয়োজনে ‘ঈদ উৎসব ২০২৫’-এর দিনব্যাপী উৎসব গতকাল ১২ এপ্রিল ২০২৫, শনিবার সকালRead More