সিলেটে ছিনতাকারী মিটু ও রুবেল কারাগারে
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুরে র্যাব অভিযান চালিয়ে ২ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা সিএনজি অটোরিকশা ছিনতাইকারী চক্রের সদস্য বলে র্যাব জানায়।
শুক্রবার (২ এপ্রিল) মোগলাবাজার থানা পুলিশ গ্রেফতারকৃতদের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে। এরআগে বৃহস্পতিবার গোপন তথ্যের ভিত্তিতে জালালপুর ইউনিয়নের সমসপুর গ্রামে র্যাব অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা দক্ষিণ সুরমা থানার আজমতপুর গ্রামের মৃত তৈমুছুর রহমানের ছেলে শাহ আলম মিটু (২৮) ও সিলেট সদর উপজেলার জালালাবাদ থানাধীন লামারগাঁও গ্রামের ফরিজ উদ্দিনের ছেলে রুবেল আমিন (২৯)।
বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯ এর এএসপি (গণমাধ্যম) ওবাইন। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে সিএনজি অটোরিকশা চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে।
Related News
কান্দিগাঁও ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের সচিব
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন করেন স্থানীয় সরকারRead More
সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে অভিযান মিললো আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য
সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ফের ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশRead More

