সিলেটে ছিনতাকারী মিটু ও রুবেল কারাগারে

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুরে র্যাব অভিযান চালিয়ে ২ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা সিএনজি অটোরিকশা ছিনতাইকারী চক্রের সদস্য বলে র্যাব জানায়।
শুক্রবার (২ এপ্রিল) মোগলাবাজার থানা পুলিশ গ্রেফতারকৃতদের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে। এরআগে বৃহস্পতিবার গোপন তথ্যের ভিত্তিতে জালালপুর ইউনিয়নের সমসপুর গ্রামে র্যাব অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা দক্ষিণ সুরমা থানার আজমতপুর গ্রামের মৃত তৈমুছুর রহমানের ছেলে শাহ আলম মিটু (২৮) ও সিলেট সদর উপজেলার জালালাবাদ থানাধীন লামারগাঁও গ্রামের ফরিজ উদ্দিনের ছেলে রুবেল আমিন (২৯)।
বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯ এর এএসপি (গণমাধ্যম) ওবাইন। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে সিএনজি অটোরিকশা চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে।
Related News

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল উত্তরা, আগারগাঁও, কচুক্ষেতে জোরপূর্বক গুমের প্রমাণ মিলেছে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) তদন্ত সংস্থা জানিয়েছে, তারা বিভিন্ন স্থানে, বিশেষ করে উত্তরায় র্যাব-১ সদরRead More

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন: মোগলাবাজারের সরকারি কর্মকর্তার বিরুদ্ধে একটি পরিবারকে হয়রানির অভিযোগ
দক্ষিণ সুরমার মোগলাবাজারের সতীঘর গ্রামে একটি পরিবারকে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। শনিবার সিলেট প্রেসক্লাবে সংবাদRead More