জাতীয় কবুতর প্রদর্শনী ও প্রতিযোগিতায় সিলেটের কৃতিত্ব

ন্যাশনাল পিজন এসোসিয়েশন অফ বাংলাদেশ আয়োজিত কবুতর প্রদর্শনী ও প্রতিযোগিতা ২০২০ আন্তর্জাতিক মানের কবুতর প্রদর্শনী ২৯ ফেব্রুয়ারী ঢাকা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হয় । বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আটশত কবুতর প্রদর্শনীতে অংশগ্রহণ করে । এথেকে ২২ টি কবুতর সিলেটের। প্রদর্শনীতে অংশ নেওয়া কবুতরের নাম ইংলিশ ফেন্টাইল , অরিয়ান্টাল ফিল্ম , ওল্ড ডাচ্ টাম্বলার , লাহরী , ইনডিয়ান ফেনটেইল , ইংলিশ মডেনা , শো কিং , মুক্ষি , বুখারা , রিভার্সং ইন পোটার , জেকোবিন , ইংলিশ লঙ্গফেইছ , আমেরিকান করমনা , জামান বিউটি হুমার , আমেরিকান হেলমেট , আর্চ এনজেল , হাউজ পিজন । জায হিসেবে উপস্তিত ছিলেন ইংল্যান্ড থেকে আগত Mr.Niel Pratt ও Mr.Phily Bewich । সিলেট বিভাগের হয়ে কবুতর প্রদর্শনী ও প্রতিযোগিতায় সিলেট পিজন ক্লাবের কার্যনিবার্হী পরিষদ এর গবেষণা ও উন্নয়ন সম্পাদক মুশফিকুর রহমান তোফায়েল ইংলিশ ফেন্টাইল একটি কবুতরের মাধ্যে একটি চ্যাম্পিয়ন অরিয়ান্টাল ফিল্ম তিনটি কবুতরের মধ্যে দুটিতেই রানার আপ হয় । সহ- সভাপতি Khokan Ahmed আজাদ মোঃ খোকন মোট পাঁচটি কবুতরের মধ্যে ওল্ড ডাচ্ টাম্বলার চ্যাম্পিয়ন হয় আরও ছিলো লাহরী , ইনডিয়ান ফেনটেইল ,ইংলিশ মডেনা , শো কিং। সিলেট পিজন ক্লাবে সদস্য আতিকুর রহমান তিন পিছ কবুতরের মধ্যে দুইটি বিউটিই রানার আপ আরও ছিলো একটা মুক্ষি কবুতর । কবুতর প্রদর্শনী ও প্রতিযোগিতা আরও অংশগ্রহণ করেন সিলেট পিজন ক্লাবের কার্যনিবার্হী পরিষদ সহ-সভাপতি শাহান তালুকদার একটি বুখারা , সহ সভাপতি ও সাবেক BFPBA প্রদর্শনী ও প্রতিযোগিতা ২০১৫ইং বিজয়ী মোঃ রাহাত বাসিত দুইটি বুখারা , দুটি মুক্ষি , একটি রিভার্সং ইন পোটার সহ- সাধারণ সম্পাদক ও সিলেট গিরিবাজ মেকাস এর ফাউন্ডার ডিরেক্টোর মো: তালহা খান একটি বুখারা ও সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির নাহিদ দুটি শো কিং ও একটি মুক্ষি কবুতর । উপস্থিত ছিলেন মৌলভীবাজার পিজন এসোসিয়েশনের প্রতিনিধি রাজু হানিফ সিলেট পিজন ক্লাবের কার্যনিবার্হী পরিষদ সভাপতি মোঃ কলিম উল্লাহ ও সহ-সাধারণ সম্পাদক ও BFPBA প্রদর্শনী ও প্রতিযোগিতা ২০১৫ইং বিজয়ী ইভান চৌধুরী । সহ-সাধারণ সম্পাদক :এমদাদুর রহমান মিসবাহ । সদস্য আবরার হোসেন , বুরহান , আফজাল হোসেন , ছিদ্দীকুর রহমান সহ সিলেটের কবুতর পেমীরা উপস্তিত ছিলেন । সিলেট পিজন ক্লাবের পক্ষ থেকে বিজয়ীদের অভিনন্দন ও ন্যাশনাল পিজন এসোসিয়েশন অফ বাংলাদেশ এর পরিচালনা কমিটিকে ধন্যবাদ জানানো হয়।
Related News

স্বাগত ১৪৩২ বাংলা
কঠিন এক অসুখ আঁকড়ে ধরেছে পৃথিবীকে। সময়গুলো ক্রমশ রক্তপাতের দিকে এগুচ্ছে। আবার সেই পৃথিবীর একদলRead More

সাহিত্য সংযোগ সিলেটের ঈদ উৎসব-২০২৫: ঈদ হলো সামাজিক বন্ধনের অন্যতম উৎসব
সাহিত্য সংযোগ সিলেটের আয়োজনে ‘ঈদ উৎসব ২০২৫’-এর দিনব্যাপী উৎসব গতকাল ১২ এপ্রিল ২০২৫, শনিবার সকালRead More