চুনারুঘাট পৌরসভায় জিতলেন নৌকার মাঝি রুবেল
চতুর্থ ধাপে হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন আওয়ামী লীগের প্রার্থী সাইফুল আলম রুবেল। এই পৌরসভায় প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ হয়। এজন্য সাধারণ ভোটারদের মাঝে উৎসাহ-উদ্দীপনা ছিল।
নৌকা প্রতীক নিয়ে সাইফুল আলম রুবেল ৬ হাজার ৪৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন পৌরসভার বর্তমান মেয়র ও বিএনপি দলীয় (ধানের শীষ) প্রতীকের প্রার্থী নাজিম উদ্দিন শামসু। নাজিম উদ্দিন শামসু পেয়েছেন ৩ হাজার ৪৫২ ভোট।
চতুর্থ ধাপে রোববার (১৪ ফেব্রুয়ারি) হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিন সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, শেষ হয় বিকাল ৪টায়। বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
সন্ধ্যা ছয়টার মধ্যে ভোটগণনা শেষে বিজয়ী মেয়র প্রার্থী ও কাউন্সিলরদের নাম ঘোষণা করেন রিটার্নিং অফিসার।
Related News
সোনাতলা বাজারে খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে ধানের শীষের লিফলেট বিতরণ
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা বাজারে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-১ আসনে বিএনপিরRead More
বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের “অনুষ্ঠান ও বার্তা’র মানোন্নয়ন” বিষয়ে সেমিনার
বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের উদ্যোগে “অনুষ্ঠান ও বার্তার মানোন্নয়ন” বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। “বেতারRead More

