শনিবার দিনভর বিদ্যুৎহীন থাকবে পুরো সিলেট
শনিবার (২৯ জানুয়ারি) দিনভর বিদ্যুৎহীন থাকবে পুরো সিলেট নগরী। নগরী ছাড়াও সদর, জৈন্তাপুর, দক্ষিণ সুরমা উপজেলা ও সুনামগঞ্জের বিভিন্ন জগন্নাথপুর উপজেলায় বিদ্যুৎ থাকবে না।
১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের ৩৩ কেভি বাসবারে জরুরী মেরামত ও সংরক্ষণ কাজের জন্য আগামী শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট বিতরণ অঞ্চলের প্রধান প্রকৌশলী সাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রসঙ্গত, গত ১৭ নভেম্বর সকালে সিলেটের কুমারগাঁও এলাকার পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)-এর নিয়ন্ত্রণাধীন জাতীয় গ্রিড লাইনের একটি উপকেন্দ্রে আগুন লাগে। আগুনে পিজিসিবি ও পিডিবির দুটি ট্রান্সফরমার পুড়ে যায়। একই সঙ্গে সুইচ রুম, সার্কিট ব্রেকারসহ বিভিন্ন যন্ত্রপাতি পুড়ে যায়। ক্ষতির পরিমাণ ২০ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে জানান সংশ্লিষ্টরা।
এরফলে টানা তিনদিন বিদ্যুৎহীনতার দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে।
Related News
গণভোট ও নির্বাচনে জনসচেতনতা সৃষ্টিতে সিলেট বেতারের কমিউনিটি ব্রডকাস্ট অনুষ্ঠিত
গণভোট ও ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জনসচেতনতা সৃষ্টি ও জনসম্পৃক্ততা বাড়াতে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের আয়োজনেRead More
হেলাল চৌধুরী ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা ক্যাম্পে সেবা পেলেন প্রায় এক হাজার মানুষ
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের রায়খাইল গ্রামে হেলাল চৌধুরী ফাউন্ডেশন (ইউএসএ)-এর উদ্যোগে সোমবার (২৬Read More

