Main Menu

দেশে করোনায় আরো ২৭ জনের মৃত্যু, আক্রান্ত ৮৩৫ জন

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২৭ জনের মৃত্যু হয়েছে। রোববার বিকালে স্বাস্থ্য অধিদফতর দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি সম্পর্কে সর্বশেষ এই তথ্য জানিয়েছে। এছাড়াও নতুন করে গত ২৪ ঘণ্টায় আরো ৮৩৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

দেশে করোনায় আক্রান্তে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ১৬ হাজার ১৯ জন। মৃতের সংখ্যা বেড়ে ৭ হাজার ৬২৬ জন হয়েছে। একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরো ৯৭৮ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৬০ হাজার ৫৯৮ জন হয়েছে। দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

এদিকে করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, রোববার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ কোটি ৪৯ লাখ ৭৫ হাজার ২৭৭ জন এবং মৃত্যু হয়েছে ১৮ লাখ ৪৩ হাজার ৩১৩ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ কোটি ৯৩ হাজার।

গত বছরের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের উপদ্রব শুরু হয়। এটি বর্তমানে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ১১ মার্চ কোভিড ১৯-কে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *