দিরাইয়ে চলন্ত গাড়িতে ধর্ষণের চেষ্টা মামলার প্রধান আসামি শহীদ গ্রেফতার
সুনামগঞ্জের দিরাই উপজেলার মদনপুর সড়কের সুজানগর এলাকায় চলন্ত বাসে কলেজছাত্রী ধর্ষণের চেষ্টা মামলার প্রধান আসামি শহীদকে গ্রেফতার করা হয়েছে। আজ শনিবার ভোরে সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, শহীদ পালিয়ে সুনামগঞ্জ শহরেই অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে ২৮ ডিসেম্বর ভোরে সুনামগঞ্জ জেলার গোবিন্দগঞ্জ বাজারের বুঙ্গাইরগাঁও থেকে হেলপার রশিদ আহমদকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)।
পরদিন ২৯ ডিসেম্বর দুপুরে মুখ্য বিচারিক হাকিম রাগীব নূরের আদালতে হেলপার রশিদ জবানবন্দি দেন। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ ডিসেম্বর বিকেলে সুনামগঞ্জের দিরাই উপজেলার মদনপুর সড়কের সুজানগর এলাকায় চলন্ত বাসে ওই তরুণীকে ধর্ষণের চেষ্টা চালান বাসের চালক ও তার সহযোগী। মেয়েটি ধর্ষণ থেকে বাঁচতে চলন্ত বাস থেকে লাফ দেয়। এরপর তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পরে অজ্ঞাত পরিচয় তিন জনকে আসামি করে মামলা করেন মেয়েটির বাবা।
Related News
সিলেট ওসমানী বিমানবন্দরে চাকা ফেটে নিহত ১
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা ফেটে রুমন(২২) এক কর্মী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেনRead More

মদনমোহন কলেজ ছাত্রদল সভাপতি নির্বাচিত হওয়ায় কামরান উদ্দিন অপুকে সংবর্ধনা
সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মদনমোহন কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি নির্বাচিত হওয়ায় সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁওRead More