গোলাপগঞ্জে মেয়র প্রার্থী রাবেল ও ৩৪ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন দাখিল

সিলেটের গোলাপগঞ্জে আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী আমিনুল ইসলাম রাবেল ও ৩৪ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন জমা দিয়েছেন।
বুধবার ৩০ ডিসেম্বর মেয়র পদে মনোয়নপত্র জমা দিয়েছেন বর্তমান মেয়র পৌর আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম রাবেল ও কাউন্সিলর পদে মোট ৩৪ জন প্রার্থী।
এসময় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপজেলা প্রাঙ্গনে সমবেত হন। উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান জানান, আজকে পর্যন্ত মেয়র পদে ১ জন ও সাধারন কাউন্সিল পদে ২৫ জন, মহিলা কাউন্সিল পদে ৯ জন মনোয়নপত্র দাখিল করেন। আগামীকাল ৩১ ডিসেম্বর মনোয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ। উল্লেখ্য উল্লেখ্য, গোলাপগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৯১৬ জন।
মনোয়ন জমা দানের শেষ তারিখ ৩১ ডিসেম্বর, বাছাই ৩ জানুয়ারী, প্রত্যাহার ১০ জানুয়ারী । আগামী ৩০ জানুয়ারি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
Related News

আ’লীগ ফ্যাসিস্টদের হামলা ও প্রাণনাশের হুমকিতে আতঙ্কিত শেখ উদ্দিনের পরিবার
সিলেটের জালালাবাদ থানায় আওয়ামী লীগ ফ্যাসিস্টদের হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সম্প্রতি সাধারণ ডায়েরি (জিডি)Read More

রোটারী ক্লাব অব সিলেট পাইওনিয়ারের ৩২৯ তম সাপ্তাহিক মিটিং অনুষ্ঠিত
রোটারী ক্লাব অব সিলেট পাইওনিয়ারের ৩২৯ তম সাপ্তাহিক মিটিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর)Read More