গোলাপগঞ্জে মেয়র প্রার্থী রাবেল ও ৩৪ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন দাখিল

সিলেটের গোলাপগঞ্জে আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী আমিনুল ইসলাম রাবেল ও ৩৪ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন জমা দিয়েছেন।
বুধবার ৩০ ডিসেম্বর মেয়র পদে মনোয়নপত্র জমা দিয়েছেন বর্তমান মেয়র পৌর আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম রাবেল ও কাউন্সিলর পদে মোট ৩৪ জন প্রার্থী।
এসময় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপজেলা প্রাঙ্গনে সমবেত হন। উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান জানান, আজকে পর্যন্ত মেয়র পদে ১ জন ও সাধারন কাউন্সিল পদে ২৫ জন, মহিলা কাউন্সিল পদে ৯ জন মনোয়নপত্র দাখিল করেন। আগামীকাল ৩১ ডিসেম্বর মনোয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ। উল্লেখ্য উল্লেখ্য, গোলাপগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৯১৬ জন।
মনোয়ন জমা দানের শেষ তারিখ ৩১ ডিসেম্বর, বাছাই ৩ জানুয়ারী, প্রত্যাহার ১০ জানুয়ারী । আগামী ৩০ জানুয়ারি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
Related News

রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ারের সাপ্তাহিক সভায় ২টি নতুন প্রজেক্ট বাস্তবায়নের সিদ্ধান্ত
রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ারের সাপ্তাহিক সভায় ২টি নতুন প্রজেক্ট বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবারRead More

বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে শিক্ষার উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে: খন্দকার মুক্তাদির
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ এ দেশটাকে ধ্বংস করার জন্যRead More