সিলেটের বন্দর-জিন্দাবাজার-চৌহাট্টা সড়কে রিকশা চলাচল বন্ধ হচ্ছে

সিলেটের প্রাণ কেন্দ্র জিন্দাবাজার। জিন্দাবাজারের বুক দিয়েই গেছে কোর্ট পয়েন্ট-চৌহাট্টা আম্বরখানা সড়ক। সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে এ সড়ককে অনেকটা সাজানো হচ্ছে লন্ডনের সড়কের আদলে। ইতিমধ্যে এ সড়কের ডিভাইডারের মধ্যখানে বসানো শুরু হয়েছে ৭ ফিট উচ্চতা সম্পন্ন গ্রিল। এছাড়া গতকাল সোমবার চৌহাট্টা এলাকা থেকে ডিভাইডারের মধ্যখানে গাঁদা ফুল লাগানো শুরু হয়েছে। দিন যতই যাচ্ছে সড়কটির সৌন্দর্য আকর্ষিত করছে নগরবাসীকে।
এদিকে এ সড়কটিকে ব্যতিক্রমী করার উদ্যোগ হিসেবে বন্ধ করা হচ্ছে রিকশা চলাচল। আগামি ১লা জানুয়ারি থেকে কোর্ট পয়েন্ট-জিন্দাবাজার-চৌহাট্টা পর্যন্ত এ সড়ক দিয়ে রিকশা, ঠেলা, ভ্যান গাড়ী চলাচল বন্ধ করা হচ্ছে। সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আজ মঙ্গলবার নগরীতে এমন ঘোষণা সম্বলিত মাইকিং করতে দেখা গেছে।
Related News

সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীবৃন্দের ইসলামী সঙ্গীত অনুষ্ঠান
সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীবৃন্দের পরিবেশনায় মনোমুগ্ধকর ইসলামী সঙ্গীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয়Read More

বিশ্বনাথে এবার ইয়াবা ব্যবসায়ী ফটিককে পুলিশে দিল স্থানীয় যুবসমাজ
সিলেটের বিশ্বনাথে এবার পালিয়ে যাওয়া সেই ইয়াবা ব্যবসায়ী ফটিক মিয়াকে আটক করে থানা পুলিশের হাতেRead More