দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় ২ জনের লাশ উদ্ধার
সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা এলাকার অতিরবাড়ি এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২ জন মারা গেছেন।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে শেরপুর থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি বাসের চাকা ফেটে খুলে যাওয়ায় এ দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার হোসেন।
স্থানীয় সূত্রে জানা যায় , শেরপুর থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি বাস শুক্রবার সন্ধ্যায় ৬ টার দিকে দক্ষিণ সুরমার অতিরবাড়ি এলাকায় আসলে সামনের একটি চাকা ফেটে খুলে যায়। এসময় বাসটি উল্টে এর নিচে যাত্রীরা চাপা পড়েন। পরে ঘণ্টাখানেক পর পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে বাসের নিচ থেকে চাপা পড়া যাত্রীদের উদ্ধার করেন। এসময় ২ জনের মৃতদেহ উদ্ধার করেন পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা।
এছাড়াও আরও গুরুতর আহত কয়েকজনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নিহতের মধ্যে ১ জন পুরুষ ও ১ জন নারী রয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
Related News
সুন্নী জোটের সমাবেশ: শাহপরান (রহ)’র মাজারে হামলার বিচার,স্বাধীনতার ইতিহাস সংরক্ষণ, ভূমিদস্যুদের দখল থেকে সিলেটের পর্যটন এলাকা সুরক্ষা প্রদান এবং পর্যটন খাতে জাতীয় বরাদ্দ নিশ্চিত করাসহ ১৩ দফা দাবি পেশ
সিলেট—ঢাকা ছয় লেন সড়কের কাজ দ্রুত সম্পন্ন করা, ভূমিদস্যুদের দখল থেকে সিলেটের পর্যটন এলাকা সুরক্ষাRead More
আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৫ উপলক্ষে সিলেটে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৫ উপলক্ষে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ–এর উদ্যোগে সিলেটে র্যালি ওRead More

