সিলেটে খেলোয়াড়দের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক বিতরণ
দেশব্যাপী করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উপহার আর্থিক অনুদান সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলার ক্ষতিগ্রস্থ খেলোয়াড়, ক্রীড়া সংগঠক, প্রশিক্ষক ও ক্রীড়া সংশ্লিষ্ট ১০ জনের মধ্যে অনুদানের চেক শনিবার (৩ অক্টোবর) সকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
আর্থিক অনুদান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিসেস মারিয়ান চৌধুরী মাম্মী, কোষাধ্যক্ষ সৈয়দ তকরিমূল হাদী কাবি, সাবেক সহ-সাধারন সম্পাদক ইমরান আহমদ, সাবেক সদস্য সম্পাদক মো. ফরিদুল হাসান কোরেশী, পিএসটু কমিশনার মাহবুবুর রহমান, বিভাগীয় ব্যাটমিন্টন কমিটির সভাপতি কামরান আহমদ, বিভাগীয় ক্রিকেট কোচ একেএম মাহমুদ ইমন, রঞ্জন রায় প্রমুখ।
Related News
আফগানিস্তানের বিপক্ষে পরাজয়ের পর অধিনায়ক মেহেদী হাসান মিরাজ স্বীকার করেছেন ৪০ রান করতে পারলে ম্যাচের চিত্র ভিন্ন হত
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে পরাজয়ের পর বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ স্বীকার করেছেন আরো অন্ততRead More
রুচি ৩৬তম জাতীয় নারী হ্যান্ডবলের দ্বিতীয় পর্ব শুরু
বুধবার শুরু হয়েছে রুচি ৩৬তম জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বের প্রথম দিনেRead More

