সিলেট শহরতলীর চাঁনপুর এলাকা থেকে ২ ফেন্সিডিল ব্যবসায়ী গ্রেফতার

সিলেট শহরতলীর চাঁনপুর এলাকায় অভিযান চালিয়ে পেশাদার ২ ফেন্সিডিল ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজতে থাকা ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এছাড়া তাদের কাছ থেকে ১টি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সিলেট সদর উপজেলার চাঁনপুর গ্রামে অভিযান চালিয়ে মো. আলী হোসেন (৪০) ও মো. জসিম উদ্দিন (৩৯) নামের দুই মাদকবিক্রেতাকে আটক করা হয়।
আটক মো. আলী হোসেন জালালাবাদ থানার গৌরীপুর গ্রামের মো. আছাব উদ্দিনের ছেলে ও জসিম উদ্দিন একই গ্রামের মৃত মইনুদ্দিনের ছেলে।
এ ঘটনায় জালালাবাদ থানার এসআই লিটন চন্দ্র নাথ বাদী হয়ে তাদের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেন এবং তাদের আদালতে সোপর্দ করা হয়।
Related News

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল উত্তরা, আগারগাঁও, কচুক্ষেতে জোরপূর্বক গুমের প্রমাণ মিলেছে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) তদন্ত সংস্থা জানিয়েছে, তারা বিভিন্ন স্থানে, বিশেষ করে উত্তরায় র্যাব-১ সদরRead More

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন: মোগলাবাজারের সরকারি কর্মকর্তার বিরুদ্ধে একটি পরিবারকে হয়রানির অভিযোগ
দক্ষিণ সুরমার মোগলাবাজারের সতীঘর গ্রামে একটি পরিবারকে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। শনিবার সিলেট প্রেসক্লাবে সংবাদRead More