Main Menu

সিলেটে ৩ হাজার মানুষকে খাবার দিলো বিএনপি

বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপির ২ দিনের কর্মসুচীর ১ম দিন মঙ্গলবার (১ সেপ্টেম্বর) স্বেচ্ছায় রক্তদান, আলোচনা সভা, খতমে কোরআন, দোয়া ও খাবার বিতরণের মাধ্যমে সম্পন্ন হয়।

এই উপলক্ষ্যে সিলেট জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে সকালে নগরীর একটি কমিউনিটি সেন্টারে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএনপি নির্বাহী কমিটির সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম।

সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল আহাদ খান জামাল ও শামীম আহমদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মামুন রশিদ মামুন, আবুল কাশেম, জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা কামাল হাসান জুয়েল, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন।

অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অধ্যাপক সামিয়া বেগম চৌধুরী, মাজহারুল ইসলাম ডালিম, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহাব উদ্দিন, জালাল উদ্দিন, একেএম তারেক কালাম, মহানগর যুবদলের আহবায়ক নজিবুর রহমান নজিব, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ময়নুল হক, সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক লিলু মিয়া, জেলা বিএনপির সাবেক ধর্ম সম্পাদক আল মামুন খান, সাবেক সহ কোষাধ্যক্ষ ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন, সাবেক সহ কোষাধ্যক্ষ এডভোকেট আহমদ রেজা, সাবেক সহ-দপ্তর সম্পাদক আব্দুল মালেক, সহ-ত্রাণ ও পূণর্বাসন সম্পাদক আব্দুল লতিফ খান, সাবেক সহ-ধর্ম সম্পাদক নারায়ন পুরকায়স্থ ফনি, সহ মুক্তিযোদ্ধা সম্পাদক সিরাজুল ইসলাম, মহানগর যুবদলের সদস্য সচিব শাহ নেওয়াজ বখত তারেক, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন নাদিম, মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মালেক, যুগ্ম আহবায়ক ইসলাম উদ্দিন, প্রমুখ।

আলোচনা সভা শেষে বাদ যোহর খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে নগরীর কোর্ট পয়েন্ট, রিকাবীবাজার পয়েন্ট, সদর উপজেলা টুকের বাজার সহ বিভিন্ন স্পটে প্রায় ৩ হাজার অসহায় ও দুস্থ মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বিএনপি হচ্ছে গণমানুষের দল। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্টপ্রতি জিয়াউর রহমান একজন সৎ, আদর্শবান, নির্ভিক ও সাচ্ছা দেশপ্রেমিক ছিলেন। তার আদর্শকে অনুসরণ করেই আমাদের পথ চলতে হবে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী বলেন, বিএনপির জন্ম হয়েছিল বলেই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের পুণ:প্রবর্তন হয়েছিলো।

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গিকার হোক- যেকোন ত্যাগের বিনিময়ে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ ও অবরুদ্ধ গণতন্ত্রের পূণরুদ্ধার।

সভাপতির বক্তব্যে কামরুল হুদা জায়গীরদার বলেন, তৃণমূলই হচ্ছে বিএনপির প্রাণ। আসুন ঐক্যবদ্ধভাবে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *