দক্ষিণ সুরমায় রিপন হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন কারাগারে

সিলেট বিভাগীয় ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: ইকবাল হোসেন রিপন হত্যা মামলার প্রধান আসামি ইজাজুল (২৮) ও রিমু (২৮) আদালতে আত্মসমর্পণ করেছে।
সোমবার (২০ জুলাই) দুপুরে তারা সিলেট মেট্রোপলিটন ৩য় আদালতের বিচারক শারমিন খানম নিলার আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
পুলিশ জানায়, শ্রমিক নেতা রিপন হত্যার ঘটনায় স্ত্রীর দায়ের করা মামলায় এজহার নামীয় প্রধান আসামি ইজাজুল ও ২নং আসামি রিমু। ইজাজুল বরইকান্দিস্থ ১নং রোডের মৃৃত ফরিদ মিয়ার ছেলে ও রিমু একই এলাকার মৃত ফারুক মিয়ার ছেলে।
এদিকে রবিবার (১৯ জুলাই) দক্ষিণ সুরমা থানা পুলিশ শ্রমিক নেতা রিপন হত্যা মামলার এজহারভুক্ত আসামি সেবুল হাসানকে (৩৮) মৌলভীবাজারে ঢাকা পালিয়ে যাওয়ার সময় শ্রীমঙ্গল হানিফ বাস কাউন্টারের সামনে থেকে গ্রেফতার করে। সোমবার পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। সে দক্ষিণ সুরমা থানাধীন বরইকান্দিস্থ গাঙ্গু ১নং রোডের লিলু মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ সুরমা থানার ওসি আক্তার হোসেন।
Related News

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন: মোগলাবাজারের সরকারি কর্মকর্তার বিরুদ্ধে একটি পরিবারকে হয়রানির অভিযোগ
দক্ষিণ সুরমার মোগলাবাজারের সতীঘর গ্রামে একটি পরিবারকে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। শনিবার সিলেট প্রেসক্লাবে সংবাদRead More

বিশ্বনাথে এবার ইয়াবা ব্যবসায়ী ফটিককে পুলিশে দিল স্থানীয় যুবসমাজ
সিলেটের বিশ্বনাথে এবার পালিয়ে যাওয়া সেই ইয়াবা ব্যবসায়ী ফটিক মিয়াকে আটক করে থানা পুলিশের হাতেRead More