২৪ ঘন্টায় সিলেট বিভাগে ১শ ৬৬ জনের করোন শনাক্ত
 
			সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় ১৬৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থাকা ৩৪ জন। আর এ রোগে ২৪ ঘন্টায় কারো মৃত্যু হয়নি।
বুধবার (১৫ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
সিলেট বিভাগে শনাক্ত ১০০ জন রোগীর মধ্যে সিলেট জেলায় ৬৩ জন ও সুনামগঞ্জে ১৪ জন। হবিগঞ্জে ৬৫ জন শনাক্তের রিপোর্ট পাওয়া যায়। মৌলভীবাজারে ৪৪ জন করোনা রোগী শনাক্ত হন।
সুস্থ হওয়া রোগীদের মধ্যে সুনামগঞ্জে সর্বাধিক ১২ জন রোগী একদিনে সুস্থ হয়েছেন। মৌলভীবাজারে করোনামুক্ত হয়েছেন ৬ জন। সিলেটে সুস্থ হয়েছেন ৬ জন। হবিগঞ্জে করোনাকে জয় করেছেন ১০ জন।
সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৬ হাজার ১৫৬ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৩ হাজার ২১৮ জন। এছাড়া সুনামগঞ্জে ১ হাজার ২০৬ জন, হবিগঞ্জে ৯৮৭ জন ও মৌলভীবাজারে ৭৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিলেটের চার জেলায় ১৯৩ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ২ হাজার ৪৫৭ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ১০৭ জন।
Related News
 
	সিলেট জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের নির্বাচন স্থগিত: হাইকোর্টের রুল জারি 
স্টাফ রিপোর্টার: সিলেট জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশন (SDFRA)-এর ২০২৫–২০২৯ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন প্রক্রিয়া ছয়Read More
 
	সোনাতলা বাজারে খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে ধানের শীষের লিফলেট বিতরণ
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা বাজারে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-১ আসনে বিএনপিরRead More

