সিলেট বিভাগে করোনায় মৃত্যু সংখ্যা ১০১ এ দাঁড়ালো

সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় ৪২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থাকা ৯৮ জন সুস্থ হয়েছেন। আর বিভাগে কোভিড-১৯ রোগে ৪জনের মৃত্যু ঘটে। এ পর্যন্ত সিলেট বিভাগে মৃতের সংখ্যা দাঁড়ালো ১০১ এ।
রোববার (১২ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
সিলেট বিভাগে শনাক্ত ৪২ জন রোগীর মধ্যে সিলেট জেলায় ২৮ জন ও সুনামগঞ্জে ৮ জন। হবিগঞ্জে ৬ জন শনাক্তের রিপোর্ট পাওয়া যায়। তবে মৌলভীবাজারে এই সময়ে কোনও করোনা রোগী শনাক্ত হননি।
সুস্থ হওয়া রোগীদের মধ্যে সুনামগঞ্জে সর্বাধিক ৪০ জন রোগী একদিনে সুস্থ হয়েছেন। মৌলভীবাজারে করোনামুক্ত হয়েছেন ৩৩ জন। সিলেটে সুস্থ হয়েছেন ৮ জন। হবিগঞ্জে করোনাকে জয় করেছেন ১৭ জন।
সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫ হাজার ৭৯৬ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৩ হাজার ৭০ জন। এছাড়া সুনামগঞ্জে ১ হাজার ১৭০ জন, হবিগঞ্জে ৮৯৯ জন ও মৌলভীবাজারে ৬৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিলেটের ৪ জেলায় ২৩৪ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
Related News

মদনমোহন কলেজ ছাত্রদল সভাপতি নির্বাচিত হওয়ায় কামরান উদ্দিন অপুকে সংবর্ধনা
সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মদনমোহন কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি নির্বাচিত হওয়ায় সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁওRead More

ডা.বীরেন্দ্র চন্দ্র দেব ছিলেন সমাজের নিবেদিত প্রাণ : অধ্যাপক ডা শিব্বির আহমদ শিবলী
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক শিব্বির আহমদ শিবলীRead More