সিলেট বিভাগে করোনায় মৃত্যু সংখ্যা ১০১ এ দাঁড়ালো

সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় ৪২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থাকা ৯৮ জন সুস্থ হয়েছেন। আর বিভাগে কোভিড-১৯ রোগে ৪জনের মৃত্যু ঘটে। এ পর্যন্ত সিলেট বিভাগে মৃতের সংখ্যা দাঁড়ালো ১০১ এ।
রোববার (১২ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
সিলেট বিভাগে শনাক্ত ৪২ জন রোগীর মধ্যে সিলেট জেলায় ২৮ জন ও সুনামগঞ্জে ৮ জন। হবিগঞ্জে ৬ জন শনাক্তের রিপোর্ট পাওয়া যায়। তবে মৌলভীবাজারে এই সময়ে কোনও করোনা রোগী শনাক্ত হননি।
সুস্থ হওয়া রোগীদের মধ্যে সুনামগঞ্জে সর্বাধিক ৪০ জন রোগী একদিনে সুস্থ হয়েছেন। মৌলভীবাজারে করোনামুক্ত হয়েছেন ৩৩ জন। সিলেটে সুস্থ হয়েছেন ৮ জন। হবিগঞ্জে করোনাকে জয় করেছেন ১৭ জন।
সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫ হাজার ৭৯৬ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৩ হাজার ৭০ জন। এছাড়া সুনামগঞ্জে ১ হাজার ১৭০ জন, হবিগঞ্জে ৮৯৯ জন ও মৌলভীবাজারে ৬৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিলেটের ৪ জেলায় ২৩৪ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
Related News

পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল সিলেট
ছয় দফা দাবিতে সারাদেশের মতো সিলেটেও সমাবেশ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। রোববার দুপুরে নগরীর কেন্দ্রীয়Read More
বাংলা নববর্ষ উপলক্ষে বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের আলোচনা সভা, রচনা চিত্রাঙ্কন প্রতিযোগীতার পুরস্কার বিতরণ
বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে সিলেট বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার আয়োজিত আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতারRead More