সিলেট কাস্টমসের সহকারী কমিশনার সস্ত্রীক করোনা আক্রান্ত
সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের সহকারী কমিশনার শরীফ মোহাম্মদ আল আমিন সস্ত্রীক করোনা আক্রান্ত হয়েছেন। তারা দুজনেই চিকিৎসকদের পরামর্শে বাসায় চিকিৎসা নিচ্ছেন।
রোববার (২১ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের যুগ্ম কমিশনার মিনহাজ উদ্দিন পাহলোয়ান।
তিনি জানান, শরীফ মোহাম্মদ আল আমিন বিসিএস (কাস্টমস অ্যান্ড এক্সাইজ) ৩১তম ব্যাচের কর্মকর্তা। রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। তার স্ত্রী ফেরদৌসি সুলতানাও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে এই দম্পতির ৪ বছরের মেয়ে এখনো সুস্থ রয়েছে।
মিনহাজ জানান, অসুস্থ বোধ করায় আল আমিন ও তার স্ত্রীসহ মেয়ের নমুনাও সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। রোববার পরীক্ষার ফলে শরীফ ও তার স্ত্রী ফেরদৌসি পজিটিভ এসেছেন। তারা বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।
Related News
স্থানীয় স্কাউট নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা: জুলাই- আগস্টে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের লক্ষ্য বাস্তবায়নে আমাদেরকে কাজ করতে হবে, আমিনুল ইসলাম
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সদস্য (১) ডা. মো. আমিনুল ইসলাম বলেছেন, জুলাই- আগস্টে যারা জীবনRead More
কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর জমি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও টাকা আত্মসাতের অভিযোগ
সিলেটের কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর জমি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বুধবার সিলেটRead More