কমিউনিটি লিডার হিসেবে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন ফকু চৌধুরী
স্টাফ রিপোর্ট
যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির উন্নয়ন ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় নিউইয়র্ক প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ফকু চৌধুরী ‘প্রবাসী সম্মাননা–২০২৫’ লাভ করেছেন। তিনি সিলেট নগরীর জিন্দাবাজার এলাকার তাঁতি পাড়ার বাসিন্দা।
দীর্ঘদিন ধরে প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নেতৃত্ব প্রদান, অধিকার আদায় এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখায় রাষ্ট্রীয়ভাবে তাঁকে এই সম্মাননায় ভূষিত করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, এটি তাঁর ব্যক্তিগত বা পেশাগত সাফল্যের স্বীকৃতি নয়; বরং প্রবাসে বাংলাদেশি কমিউনিটির কল্যাণে নিবেদিত অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি।
শনিবার সিলেটের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত প্রবাসী সম্মাননা প্রদান অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব আব্দুল নাসির ফকু চৌধুরীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ফকু চৌধুরী প্রবাসে বাংলাদেশি কমিউনিটির সংগঠন গড়ে তোলা, সামাজিক সমস্যা সমাধান এবং জনস্বার্থে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর দীর্ঘদিনের নেতৃত্বমূলক ও সংগঠনভিত্তিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবেই এই সম্মাননা প্রদান করা হয়েছে।
রাষ্ট্রীয় ‘প্রবাসী সম্মাননা–২০২৫’ অর্জন করে অনুভূতি প্রকাশ করেন ফকু চৌধুরী। তিনি বলেন, “এই সম্মাননা আমার একার নয়। প্রবাসে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সকল সহযোদ্ধা, শুভানুধ্যায়ী ও সংগঠনের সম্মিলিত অবদানের স্বীকৃতি এটি। দেশ ও মানুষের জন্য কাজ করার প্রেরণা হিসেবেই আমি এ সম্মাননাকে গ্রহণ করছি।”
তিনি আরও বলেন, “প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে দাঁড়ানো এবং বাংলাদেশি কমিউনিটির অধিকার ও মর্যাদা রক্ষায় কাজ করাই আমার প্রধান লক্ষ্য। রাষ্ট্র যখন সেই কাজের স্বীকৃতি দেয়, তখন দায়িত্ব আরও বেড়ে যায়।”
ভবিষ্যতেও প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে এবং দেশের সামাজিক উন্নয়নে নিজেকে আরও বেশি সম্পৃক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করেন এই সমাজসেবক।
উল্লেখ্য, সিলেট জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে মোট ১০৩ জন প্রবাসী সিলেটীকে ‘প্রবাসী সম্মাননা–২০২৫’ প্রদান করা হয়। সকাল ১১টায় শুরু হওয়া অনুষ্ঠানে সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Related News
কমিউনিটি লিডার হিসেবে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন ফকু চৌধুরী
স্টাফ রিপোর্ট যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির উন্নয়ন ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় নিউইয়র্ক প্রবাসী বিশিষ্টRead More
ধান চাষে সময় ও শ্রম সাশ্রয়ে ব্রি স্যাটেলাইট স্টেশন, সিলেটের উদ্যোগ
রোববার (২৮ ডিসেম্বর) সকালে এলএসটিডি প্রকল্পের অর্থায়নে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) স্যাটেলাইট স্টেশন, সিলেটেরRead More

