Main Menu

প্রবাসী আনোয়ার হোসেনের উদ্যোগে তাজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি, রাস্তার মুখে যাত্রী ছাউনি এলাকাবাসীর দাবি ‎

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ১নং মোল্লারগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ডের তাজপুর লিংক রোডে সিলেট বিভাগ প্রবাসী কল্যাণ সংস্থা সৌদি আরব শাখার সাধারণ সম্পাদক এবং সৌদি আরব রিয়াদের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আনোয়ার হোসেনের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে এ কার্যক্রমের শুভ সূচনা করা হয়।

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরব্বি মো. মাসুক মিয়া, মো. নিজাম উদ্দিন, মো. সজ্জাদ মিয়া, দিলাল মিয়া, যুব নেতা ফয়সাল আহমদ, তোতা মিয়া, আফসার মিয়া, সাহেদ মিয়া, মুনসুর আলী, মকবুল আলী, ইসহাক আলী, সেলিম মিয়া, আবুল মিয়া, রায়হান আহমদ, মোস্তাব আলী, লাল মিয়া, সফিক মিয়া, মর্তুজ আলী, আমির মিয়া, গিয়াস মিয়া প্রমুখ।

‎অনুষ্ঠানে এলাকাবাসীর পক্ষ থেকে দাবি তুলে বক্তারা বলেন, তাজপুর গ্রামের উত্তর দিয়ে বাইপাস হয়ে লিংক রোডের মুখে একটি যাত্রী ছাউনি খুবই জরুরি। কারণ আশপাশে কোন স্থাপনা বা গাছ গাছালি না থাকায় ঝড়-বৃষ্টি অথবা রোদের মধ্যে গাড়ির জন্য দাঁড়িয়ে থাকতে বয়োবৃদ্ধ নারী পুরুষ এবং শিক্ষার্থীদের খুবই কষ্ট হয়। যেহেতু বাইপাস রোড অথবা মাসুমগঞ্জ বাজার সিএনজি স্ট্যান্ড প্রায় দেড় থেকে ২ কিলোমিটার, সেজন্য রাস্তার মধ্যখানে গাড়ি পেতে কঠিন হয়ে যায়। একটি যাত্রী ছাউনি এখানে স্থাপিত হলে মানুষের দাঁড়াবার অন্তত সুবিধা হবে। এলাকার লোকজন বলেন, গাছ লাগানো হয়েছে এগুলো কবে বড় হবে আর আমাদেরকে ছায়া দেবে সেটা অনেক দূরের স্বপ্ন। বিষয়টি উপজেলা অথবা জেলা পরিষদের নজরে নেয়া খুবই জরুরি।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *