বাদাঘাট মডেল স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

নর্থইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ভিসি প্রফেসর ড. মোহাম্মদ ইকবাল বলেছেন, তোমরা যারা লেখা -পড়া করছে মনে রাখতে হবে বাবা- মা’র পরেই শিক্ষককে শ্রদ্ধা করতে হবে। তাদের কথা মেনে চলতে হবে। নিযেকে উচ্চ আসনে নিয়ে যেতে হলে লেখা- পড়ার প্রতি অতি উৎসাহিত হতে হবে। তোমরা জানোনা তোমাদের এই মেধার পেছনে শিক্ষকদের পাশাপাশি তোমাদের মা- বাবা কত অবদান। তোমাদেরকে পড়াতে গিয়ে কত কষ্ট করে টাকা- পয়সা জোগার করেছেন।
প্রধান অতিথি আরও বলেন, বিশ্বকে জানতে হলে ইংরেজিতে দক্ষতা অর্জন করতে হবে। একে অন্যের কথা বার্তার মাধ্যমে ইংরেজি চর্চা রাখতে হবে। মোবাইল ফোনকে কমিয়ে আনতে হবে। রুটিন মাফিক জীবনে অভস্ত্য হতে হবে তাহলেই সাফল্যের প্রত্যাশা করা যাবে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সিলেট শহরতলীর বাদাঘাট মডেল স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধন ২০২৫ এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কলেজের অধ্যক্ষ আহমদ আলীর সভাপতিত্বে, প্রভাষক রুহুল আমিন ও সাদিয়া আফরিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের উপ- পরিচালক ড. মোহাম্মদ আব্দুল কাদির, জালালাবাদ থানা অফিসার ইনচার্জ মো. হারুনুর রশিদ, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, ফেইম একাডেমির পরিচালক মাসুক আহমদ, দাতা সদস্য ও শিক্ষানুরাগী মাওলানা আবুল বাশার, প্রভাষক জাহাঙ্গীর কবির, সিনিয়র শিক্ষক আফিয়া বেগম, অভিভাবক হাজী আব্দুল হক, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সারওয়ার আহমদ, বুশরা বেগম, জিপিএ ৫ প্রাপ্তদের মধ্যে মাজেদা আক্তার মাহি, শিফা বেগম, তাকিয়া সুলতানা, সামিয়া আক্তার আনিকা।
অনুষ্ঠানে এস এসসি জিপিএ ৫ প্রাপ্তদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।
Related News

বাদাঘাট মডেল স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
নর্থইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ভিসি প্রফেসর ড. মোহাম্মদ ইকবাল বলেছেন, তোমরা যারা লেখা -পড়া করছেRead More

জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের গভর্ণিং বডির সভাপতি ডা. ফজলুর রহিম কায়সার বলেছেন, আমাদেরRead More