রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ারের সাপ্তাহিক সভায় ২টি নতুন প্রজেক্ট বাস্তবায়নের সিদ্ধান্ত

রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ারের সাপ্তাহিক সভায় ২টি নতুন প্রজেক্ট বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) রাতে নগরীর একটি হোটেলে রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ারের নিয়মিত সাপ্তাহিক সভা ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান মুরাদুজ্জামান চৌধুরী এর সভাপতিত্বে সভায় রোটারি বছরের জন্য প্রজেক্ট বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহণ করা হয়।
প্রথম প্রজেক্ট হচ্ছে পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি। এ প্রজেক্টের আওতায় সিলেটের বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হবে। দ্বিতীয় প্রজেক্ট হচ্ছে গরিব পরিবারের মধ্যে ছাগল বিতরণ। দুস্থ ও দরিদ্র পরিবারের আর্থিক স্বাবলম্বিতা সৃষ্টির লক্ষ্যে ২/৩টি ছাগল প্রদান করা হবে।
সভায় উপস্থিত থেকে মতামত প্রদান করেন, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মাহবুব ইকবাল মুন্না, রোটারিয়ান এনামুল কবির, রোটারিয়ান মওদুদ আহমদ, রোটারিয়ান মাকছুদুর রহমান চৌধুরী, আই.পি.পি. রোটারিয়ান নুরুল ইসলাম রুপন, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান আজাদ উদ্দিন, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান মোসারফ হোসাইন চৌধুরী মিশু, সেক্রেটারী রোটারিয়ান ওলিউর রহমান, ট্রেজারার রোটারিয়ান এম এইচ আর রুমেল চৌধুরী, জয়েন্ট সেক্রেটারি রোটারিয়ান এস. কে জাবেদ, ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর এম রহমান ফারুক, রোটারিয়ান তোফায়েল আহমদ, সার্জেন্ট-অ্যাট-আর্মস রোটারিয়ান কুতুব উদ্দিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, রোটারির লক্ষ্য হচ্ছে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং টেকসই উন্নয়নে অবদান রাখা। ক্লাবের এই উদ্যোগগুলো সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
Related News

রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ারের সাপ্তাহিক সভায় ২টি নতুন প্রজেক্ট বাস্তবায়নের সিদ্ধান্ত
রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ারের সাপ্তাহিক সভায় ২টি নতুন প্রজেক্ট বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবারRead More

বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে শিক্ষার উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে: খন্দকার মুক্তাদির
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ এ দেশটাকে ধ্বংস করার জন্যRead More