সিলেটে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর সমাপনী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

“অভয়াশ্রম গড়ে তুলি দেশি মারছে দেশ ভরি” প্রতিপাদ্য নিয়ে সমাপ্ত হলো সিলেটে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫।
রোববার ( ২৪ আগস্ট) বিকেলে সাগর দিঘির পারস্থ মৎস্য ভবনে সিলেট জেলা মৎস্য অধিদপ্তর আয়োজিত সমাপনী অনুষ্ঠিত হয়।
জেলা মৎস্য কর্মকর্তা সীমা রানি বিশ্বাসের সভাপতিত্বে ও সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসরুপা তাসলিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় মৎস্য অধিদপ্তরের পরিচালক মো. আসাদুল বাকি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৎস্য বিভাগের উপ-পরিচালক মো. আশরাফুজ্জামান, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) পদ্মাসন সিংহ, সিনিয়র সহকারি মৎস্য পরিচালক আল মিনান নুর, দ্বিজরাজ বর্মন ও শরীফ আলম, অগ্রগামী স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক হেপি বেগম, মদনমোহন কলেজের প্রভাষক বিপ্লব রায়, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী এবং সিলেট জেলার সকল উপজেলা মৎস কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সব শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
Related News

রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ারের সাপ্তাহিক সভায় ২টি নতুন প্রজেক্ট বাস্তবায়নের সিদ্ধান্ত
রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ারের সাপ্তাহিক সভায় ২টি নতুন প্রজেক্ট বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবারRead More

বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে শিক্ষার উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে: খন্দকার মুক্তাদির
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ এ দেশটাকে ধ্বংস করার জন্যRead More