Main Menu

বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সিলেট বিভাগীয় কমিটির মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ সিলেট বিভাগীয় আয়োজিত বিভিন্ন দাবী আদায়ের লক্ষ্যে স্মারকলিপি প্রদান, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে।

রোববার (২৪ আগস্ট) বিকেলে সিলেট প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হয়।
বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সিলেট বিভাগীয় আহবায়ক এম এস হাসানের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মোঃ দিলোয়ার হোসেনের সঞ্চালনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালনকালে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ সভাপতি মোহাম্মদ গোলাম মোস্তফা, সিলেট সিভিল সার্জন কার্যালয় শাখার সভাপতি মোহাম্মদ মাসুদ আহমদ মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয়ের মোঃ জামাল মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক মোছা. রুনু বেগম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দেশে ফ্যাসিবাদের সময়ের আধিপত্য এখনো অব্যাহত রয়েছে। দালাল চক্রের হাত থেকে আমরা এখনো মুক্ত হতে পারিনি। তারা বলেন, টাকা দেয় সরকার ঠিকাদার কেন দরকার। দীর্ঘদিন যাবত নানা বঞ্চনা, অবহেলা ও ষড়যন্ত্রের শিকার আউটসোর্সিং কর্মচারীরা। নিয়মিত বেতন পাননি তারা। বেশিরভাগ সময় বেতন বকেয়া থাকে। সংসার নিয়ে তাদের বেঁচে থাকা কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাদের দাবী হলো ঠিকাদার ব্যতিত সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ, চাকুরীর নিশ্চয়তা, চাকুরিচ্যুতদের পুনর্বহাল, বকেয়া বেতন পরিশোধ, ও শ্রম সংস্কার কমিশনের সুপারিশ মালা বাস্তবায়ন করতে হবে। তাই সকল দাবি বাস্তবায়ন করার লক্ষ্যে বাংলাদেশ আউটসোর্সিং ঐক্য পরিষদের ডাকে আগামী ৩০ আগস্ট ঢাকার শাহবাগে ডাক দেয়া হয়েছে সমাবেশে। উক্ত সমাবেশ সফলের লক্ষ্যে দেশবাসীর সহযোগিতা চেয়েছেন তারা।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের দুপুরে সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে নেতৃবৃন্দ স্মারকলিপি প্রদান করেছেন। এবং বিকেলে সিলেট প্রেসক্লাব মিলন আয়তনে ৩০ আগস্ট এর সমাবেশ সফলের লক্ষ্যে মত বিনিময় সভা করেছেন। মতবিনিময় সভায় সিলেট বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *