রোটারি ক্লাব অব সিলেট নিউ সিটির উদ্যোগে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা বৃহস্পতিবার
রোটারি ক্লাব অব সিলেট নিউ সিটির উদ্যোগে ২০২৫ সালে এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হবে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১১টায় এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয়ে এ “সংবর্ধনা অনুষ্ঠান”-এর আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি)’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান এবং রোটারি ইন্টরন্যাশনাল ডি-৬৫ এর ডেপুটি কান্ট্রি কো-অর্ডিনেটর ও সিলেট মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ কর্ণেল (অব:) পিডিজি এম আতাউর রহমান পীর। রোটারি ক্লাব অব সিলেট নিউ সিটির ২০২৫-২৬ বর্ষের প্রেসিডেন্ট ও বাংলাদেশ বেতারের পরিচালক (অব.) এবং সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম, পিএইচএফ এর সঞ্চালনা ও পরিচালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন, রোটারি ক্লাব অব সিলেট নিউ সিটির চার্টার প্রেসিডেন্ট ও বিশিষ্ট ব্যবসায়ী জাকির আহমদ চৌধুরী, পিএইচএফ।
এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ছাড়াও একই দিন এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয়, সিলেট কাবাডি খেলায় বিজয়ী দলের মধ্যে পুরস্কার বিতরণ ও স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে। অনুষ্ঠানে রোটারি ক্লাব অব সিলেট নিউ সিটির সদস্যবৃন্দ, সিলেটের সকল রোটারি ক্লাবের প্রেসিডেন্ট ও সেক্রেটারিবৃন্দ এবং দাওয়াতপ্রাপ্ত এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীবৃন্দ ও কাবাডি খেলায় বিজয়ী দলের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ।
Related News
রোটারী ক্লাব সিলেট পাইওনিয়ারের ৩৩০তম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত
রোটারী ক্লাব অব সিলেট পাইওনিয়ারের ৩৩০তম সাপ্তাহিক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ২৫ নভেম্বর) সন্ধ্যায় নগরীরRead More
ষোড়শ কেমুসাস সাহিত্য সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত: বায়ান্ন’র ভাষা আন্দোলন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ থেকেই সূচিত হয়
বাংলা সাহিত্যের শক্তিমান কবি, দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক আবদুল হাই শিকদার বলেছেন, বায়ান্ন’র ভাষা আন্দোলনRead More

