Main Menu

সিলেট-১ আসনের মাটি ও মানুৃষের সাথে আমার সম্পর্কের গভীরতা অনেক, মাওলানা হাবিবুর রহমান

ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের চেয়ারম্যান ও সিলেট-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, ইবনে সিনা সুলভ মূল্যে বৃহত্তর সিলেটের মানুষের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। চিকিৎসা ক্ষেত্রে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে কার্যকর পরিকল্পনা নিয়ে সিলেটের চিকিৎসা উন্নয়নে কাজ করতে চাই। আমি নির্বাচিত হলে দ্রুততম সময়ের মধ্যে ১ হাজার শয্যা বিশিষ্ট সিলেট মেডিকেল বিশ^বিদ্যালয়ের কার্যক্রম চালু করতে কার্যকর উদ্যোগ নিবো। সাংবাদিকসহ সিলেটের মাটি ও মানুষের সাথে আমার সম্পর্কের গভীরতা অনেক। কারণ ১৯৮৪ সাল থেকে আমি এই এলাকাতেই রাজনীতি শুরু করেছি।
তিনি সোমবার (১১ আগস্ট) দুপুরে সিলেট প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপরোক্ত কথা বলেন। সভায় বিভিন্ন প্রিন্ট-ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত বিপুল সংখ্যক সাংবাদিক অংশ নেন। অনুষ্ঠানে মাওলানা হাবিবুর রহমান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলন চলাকালে বন্ধের ঝুঁিক নিয়েও ইবনে সিনা আহত ছাত্র-জনতাকে চিকিৎসা দিয়েছে। গণঅভ্যুত্থানের পরও দেশে সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করা যায়নি। অথচ এই ৩ টা কাজ বন্ধ হলেই দেশে শান্তি ফিরে আসতে বাধ্য। আমরা সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত মানবিক বাংলাদেশ গঠন করতে চাই। আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী সিলেট-১ আসনে আমাকে প্রার্থী ঘোষণা করেছে। এরপর থেকে মানুষের ব্যাপক সাড়া ও ভালোবাসা আমাকে প্রেরণা যোগাচ্ছে। আমি সাংবাদিকসহ সিলেটের মাটি ও মানুষের জন্য করতে চাই।
তিনি বলেন, সিলেটের অন্যতম সমস্যা হচ্ছে জলাবদ্ধতা। এই জলাবদ্ধতা দুর করতে বছরের পর বছরের দরকার নেই কয়েক মাসই যথেষ্ট। আমাদের দল ও প্রতিষ্ঠানে ৩০ শতাংশ নারী সদস্য রয়েছেন। সুতরাং নারীদের সম্মান ও ইসলাম প্রদত্ত মর্যাদা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সবাই মিলে সহযোগিতা করে আমাকে নির্বাচিত করলে আমি মডেল সিলেট উপহার দিবো।
হাসপাতালের সিনিয়র অ্যাসিসট্যান্ট ম্যানেজার (এডমিন) ও রিকাবীবাজার শাখা ইনচার্জ রেজাউল ইসলামের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন হেড অব ব্যবসা ও উন্নয়ন এজিএম মো. ওবায়দুল হক। আলোচনায় অংশ নেন সিলেট প্রেসক্লাব সভাপতি ও সময় টিভির ব্যুরো প্রধান ইকরামুল কবির, সিনিয়র সহসভাপতি ও দৈনিক আমার দেশের ব্যুরো প্রধান খালেদ আহমদ, সাধারণ সম্পাদক ও ঢাকা ট্রিবিউনের সিলেট প্রতিনিধি মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিলেট প্রেসক্লাবের সাবেক সহসভাপতি সাংবাদিক-কলামিস্ট আফতাব চৌধুরী, সাবেক সিনিয়র সহসভাপতি ও দৈনিক সিলেটের ডাকের প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের, সাবেক সিনিয়র সহসভাপতি ও দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম এ হান্নান, সাবেক সহসভাপতি ও দৈনিক নয়া দিগন্তের ব্যুরো প্রধান আবদুল কাদের তাপাদার, চ্যানেল এস’র বিশেষ প্রতিনিধি আব্দুল মালিক জাকা, দৈনিক সবুজ সিলেটের উপ সম্পাদক আ.ফ.ম সাঈদ, দৈনিক প্রভাতবেলার সম্পাদক কবীর আহমদ সোহেল, সিলেট প্রেসক্লাবের পাঠাগার ও প্রকাশনা সম্পাদক ও দৈনিক সংগ্রামের ব্যুরো প্রধান কবির আহমদ, দৈনিক মুক্ত খবরের ব্যুরো প্রধান মো. ফয়ছল আলম, ইক্বরা টিভি ইউকে’র সিলেট প্রতিনিধি আহমাদ সেলিম, ফটো জার্নালিস্ট এসোসিয়েনের সভাপতি নাজমুল কবীর পাভেল, দৈনিক জৈন্তা বার্তার সম্পাদক ফারুক আহমদ, দৈনিক জালালাবাদের চিফ রিপোর্টার আহবাব মোস্তফা খান, বণিক বার্তার সিলেট প্রতিনিধি নূর আহমদ, দেশ টিভির সিলেট প্রতিনিধি খালেদ আহমদ প্রমুখ। ইবনে সিনার পক্ষ থেকে আলোচনায় অংশ নেন হাসপাতালের ম্যানেজার (এডমিন) ও এজিএম আবু সাঈদ মো. আলমগীর।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দৈনিক সিলেটের ডাকের স্পোর্টস সম্পাদক মোহাম্মদ বদরুদ্দোজা বদর, দৈনিক সিলেট বাণীর চিফ ফটো জার্নালিস্ট আতাউর রহমান আতা, ডেইলী বাংলাদেশ এক্সপ্রেসের ব্যুরো প্রধান মুহাম্মদ আমজাদ হোসাইন, দৈনিক সিলেটের ডাকের বার্তা সম্পাদক সমরেন্দ্র বিশ^াস সমর, আরটিভির স্টাফ রিপোর্টার কামকামুর রাজ্জাক রুনু, ডেইলী ট্রাইব্যুনালের ব্যুরো প্রধান মো. আব্দুর রাজ্জাক, দৈনিক সুরমা মেইলের সম্পাদক সেলিম আউয়াল, বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসসের জেলা প্রতিনিধি শুয়াইবুল ইসলাম, এনটিভির ক্যামেরাপার্সন আনিস রহমান, দৈনিক ডেসটিনির সিলেট প্রতিনিধি মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, দৈনিক আমার কাগজের সিলেট প্রতিনিধি আনাস হাবিব কলিন্স, দৈনিক সিলেট বাণীর ফটো সাংবাদিক মো. দুলাল হোসেন, দৈনিক কাজিরবাজারের স্টাফ রিপোর্টার সিন্টু রঞ্জন চন্দ, দৈনিক প্রভাতবেলার ব্যবস্থাপনা সম্পাদক আহমদ মারুফ, এখন টিভির স্টাফ করেসপন্ডেন্ট গোলজার আহমেদ, দৈনিক ইনকিলাবের সিলেট প্রতিনিধি শেখ আব্দুল মজিদ, একাত্তর টিভির সিলেট অফিস ইনচার্জ সাকিব আহমদ মিঠু, সময় টিভির ক্যামেরাপার্সন নৌসাদ আহমেদ চৌধুরী, দৈনিক সিলেট বাণীর সাহিত্য সম্পাদক লুৎফুর রহমান তোফায়েল, দৈনিক খবরের কাগজের সিলেট প্রতিনিধি শাকিলা আক্তার ববি, দৈনিক বিজয়ের কন্ঠের ফটো সাংবাদিক এম রহমান ফারুক, দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টর মুনশী ইকবাল ও এমজেএইচ জামিল, ফটো সাংবাদিক হুমায়ুন কবির লিটন, দৈনিক আমার দেশের ফটো সাংবাদিক এইচ এম শহীদুল ইসলাম, মাছরাঙা টিভির ক্যামেরাপার্সন শুভ্র দাস, এখন টিভির ক্যামেরাপার্সন অনিল কুমার পাল প্রমুখ। এছাড়া হাসপাতালের সিনিয়র অ্যাসিসট্যান্ট ম্যানেজার (মার্কেটিং) মামুন সরকার, কর্পোরেট ইনচার্জ মো. শাহেদ আলী, অ্যাসিসট্যান্ট ম্যানেজার দেরওয়ার হোসেন রনি, এমদাদ হোসেন ও রুবেল আহমদ, কাস্টমার কেয়ার ম্যানেজার বদরুল হক, সিনিয়র অফিসার মাহবুব আহমদ, নাজমুল ইসলাম, নূর মোহাম্মদ উপস্থিত ছিলেন।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *