জাতীয় সমাবেশ সফলের লক্ষ্যে সিলেট সদর উপজেলা জামায়াতের প্রচার মিছিল

সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল বলেছেন, ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে। তিনি আরোও বলেন এই সমাবেশ সফলের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তণ নিয়ে আসবে। চাঁদাবাজ, দূর্নিতীমুক্ত, সন্ত্রাসমুক্ত, ও ন্যায় ইনসাফের বাংলাদেশ গঠনে এবং সর্বোপরী ইসলাম পন্থী রাজনীতিবিদদের ঐক্যের বার্তা নিয়ে আসবে।
সোমবার (১৪ জুলাই) বাদ আছর তেমুখি পয়েন্ট থেকে সিলেট সদর উপজেলা জামায়াত আয়োজিত ঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ সকলের লক্ষ্যে এক প্রচার মিছিল বের করা হয়। মিছিলটি টুকের বাজার এলাকা প্রদক্ষিণ করে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উপজেলা জামায়াতের আমীর নাজির উদ্দিনের সভাপতিত্বে ও নায়েবে আমীর এডভোকেট মুমিনুজ্জামানের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সহকারি সেক্রেটারি মাওলানা ইসলাম উদ্দিন।
অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আল ইমরান, সহকারি সেক্রেটারি আমিনুর রহমান ও সাবেক ভাইস চেয়ারম্যান জৈন উদ্দিন, কান্দিগাঁও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মনাফ, ইউনিয়ন জামায়াতের আমীরদের মধ্যে আব্দুস সামাদ, মাওলানা আলাউদ্দিন, হেলাল উদ্দিন, মাওলানা ইস্কন্দর আলী, মাওলানা সিদ্দিকুর রহমান, ওয়ার্ড সভাপতিদের মধ্যে হেলাল আহমদ, কাওসার আহমদ শাহিন, রাসেল আহমদ, ফয়সল আহমদ, গোলজার আহমদ, মাওলানা ওসমান গনি, শাব্বির আহমদ, হোসাইন আহমদ প্রমুখ।
Related News

জাতীয় সমাবেশ সফলের লক্ষ্যে সিলেট সদর উপজেলা জামায়াতের প্রচার মিছিল
সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল বলেছেন, ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ বাংলাদেশেরRead More

রোটারি ক্লাব অব সিলেট ক্বিন ব্রিজ-এর অ্যানুয়াল অ্যাওয়ার্ড সিরিমনি-২০২৪-২৫ অনুষ্ঠিত
রোটারি ক্লাব অব সিলেট ক্বিন ব্রিজ-এর অ্যানুয়াল অ্যাওয়ার্ড সিরিমনি-২০২৪-২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই এয়ারপোর্টস্থRead More