ইসলাম রক্ষায় মক্তব একটি শক্তিশালী মঞ্চ : মাওলানা মাহমুদ মাদানি

জমিয়তে উলামায়ে হিন্দের (একাংশ) সভাপতি ও ভারতের প্রভাবশালী আলেম মাওলানা মাহমুদ আসআদ মাদানি বলেছেন, ইসলাম রক্ষায় মক্তব একটি শক্তিশালী মঞ্চ। এখানেই সন্তানের হৃদয়ে সততার শিখা প্রজ্বলিত হয়। নামাজ রোজা যেমন ফরজ, তেমনি প্রত্যেক মুসলমানের জন্য দীনি প্রশিক্ষণও জরুরি।
সম্প্রতি জমিয়তের কেন্দ্রীয় কার্যালয়ে দিল্লির বিভিন্ন এলাকার দায়িত্বশীলদের একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সেখানে মক্তবের স্থায়িত্ব, প্রতিষ্ঠা ও সম্প্রসারণের কার্যকরী কৌশল নিয়ে আলোচনা হয়। ওই সভাতেই মাওলানা মাদানি একথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, মাদরাসা আলেম তৈরি করে, কিন্তু মক্তব প্রত্যেক মুসলমানকে প্রকৃত মুসলিম হিসেবে গড়ে তোলে।
মাওলানা মাহমুদ মাদানি বলেন, পরিসংখ্যান আমাদের মর্মাহত করার জন্য যথেষ্ট যে, সারা ভারতে ৮০ লাখ মুসলিম শিশুর বয়স ১৪ বছরের নিচে। এর মধ্যে মাত্র ১০ লাখ শিশু কোনো ধর্মের সাথে যুক্ত। এর মানে হলো বিরাট সংখ্যক শিশু বর্তমানে ধর্ম থেকে বঞ্চিত— এটা একটি সমষ্টিগত ব্যর্থতা।
তিনি বলেন, আজকালকার শিশুরা ভয়ংকর মাদক, মোবাইল ও পর্নোগ্রাফিতে ভুগছে, যার ফলে তাদের সততা ও চরিত্রকে বিপদে ফেলছে। সময় মতো শক্তিশালী দীনি প্রশিক্ষণের ব্যবস্থা না করলে ভবিষ্যৎ আরো ভয়াবহ হবে।
প্রত্যেক মসজিদের ইমাম শুধু নামাজের ইমাম নয়; বরং তারা যেন বাচ্চাদের পথ প্রদর্শক হওয়ার পথ বাতলে দেন, সে আহ্বান জানান মাওলানা মাদানি। তিনি মক্তব আন্দোলনে পাড়া-মহল্লা, যুবশক্তি, সমাজকর্মী ও সংগঠনগুলোকে অংশগ্রহণের আহ্বান জানান।
এই সভায় আলেম, শিক্ষক, সংগঠক ও অন্যান্য দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন। এতে সভাপতিত্ব করেন দিল্লি প্রাদেশিক দীনি তালিমি বোর্ডের সভাপতি মাওলানা দাউদ আমিনী। পরিচালনা করেন মাওলানা আব্দুস সামি ও মাওলানা শুয়াইব। সূত্র : কওমি আওয়াজ
Related News

ইসলাম রক্ষায় মক্তব একটি শক্তিশালী মঞ্চ : মাওলানা মাহমুদ মাদানি
জমিয়তে উলামায়ে হিন্দের (একাংশ) সভাপতি ও ভারতের প্রভাবশালী আলেম মাওলানা মাহমুদ আসআদ মাদানি বলেছেন, ইসলামRead More

ঈদুল আযহা উপলক্ষে সদর উপজেলা জামায়াতের আমীর নাজির উদ্দিনের শুভেচ্ছা
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সিলেট সদর উপজেলাসহ দেশ-বিদেশের সকলের প্রতি সদর উপজেলা জামায়াতের আমীর নাজিরRead More