Main Menu

সিলেটে আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি- শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বলেছেন,উচ্চ আদালতের নির্দেশনা মোতাবেক কোন ধরনের থ্রি হুইলার মহাসড়কে চলার অনুমোদন নেই। যেকারনে রেজিষ্ট্রেশনপ্রাপ্ত কিংবা রেজিষ্ট্রেশনবিহীণ সব ধরনের সিএনজি অটোরিক্সাই মহাসড়কে চলতে পারবেনা। তিনি বুধবার সকালে সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনালে সিলেট জেলা সড়ক পরিবহণ মালিক সমিতির উদ্যোগে আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি-শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আমিনুজ্জামান জোয়াহিরের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালিক সমিতির সভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার আরো বলেন, ইতিমধ্যে আমরা অসংখ্য অবৈধ রেজিষ্ট্রেশনবিহীণ গাড়িকে আটক করেছি এবং এই ধারা অব্যাহত থাকবে। বিশেষ করে দেশের বিভিন্ন প্রান্তে দ্রুতগামী বাসগুলো যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে সে বিষয়টি আমাদের নজরে রাখতে হবে। তাই মহাসড়কে দ্রুতগামী বাসগুলোর জন্য থ্রি হুইলারগুলো সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। আর এই চিন্তা থেকেই মহাসড়কে সিএনজি অটোরিক্সা চলাচল বন্ধ রাখতে হবে। তিনি বলেন, রেজিস্ট্রেশন বিহীন অবৈধ অটোরিক্সা সড়ক দুর্ঘটনার মুল কারণ। তাই মহাসড়কে অবৈধ গাড়ি চলাচল করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। জনসাধারণের প্রশ্নের উত্তরে পুলিশ সুপার বলেন, পুলিশ টোকেন বলতে কোন শব্দ নেই। এ ধরনের অনৈতিক কাজের সাথে পুলিশের কোন সম্পৃক্ততা নেই। কেউ এ ধরনের কাজে জড়িত থাকলে তথ্য দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। আইণ বহিঃর্ভুত এ ধরনের চাঁদাবাজি সহ্য করা হবেনা বলে হুশিয়ারি উচ্চারণ করে পরিবহণ শ্রমিক মালিকদের সহযোগিতা চান তিনি।

সভাপতির বক্তব্যে মাওলানা লোকমান আহমদ বলেন, বিশ্বরোডে নানা অনিয়মের খবর আমরা প্রতিনিয়ত পাই। তবে ছাত্র জনতার আন্দোলনের পর মহাসড়কে এ ধরনের আর কোন চাঁদাবাজি কিংবা অনিয়ম আমরা সহ্য করবোনা। বিশেষ করে আসন্ন ঈদুল আযহায় একটি চক্র মহাসড়কের পাশে অবৈধ গরুর হাট বসায়। যেকারনে সড়কে যানজট এমনকি দুর্ঘটনার ঘটনা ঘটে। অবৈধ গরুর হাট বন্ধে সরকার ও পুলিশ প্রশাসনকে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান তিনি। একইসাথে ঈদুল আযহার পূর্বেই সিলেট-ঢাকা মহাসড়ক সংস্কারে উদ্যোগ নেয়ার আহ্বান জানান মাওলানা লোকমান আহমদ।

এসময় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকরী সভাপতি মোঃ সুহেল আহমদ, সিনিয়র সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন, সহ সভাপতি মোঃ শামসুউদ্দিন বাবুধন, মোক্তার আহমদ, আব্দুল মন্নান, শাহ নূরুর রহমান, মোঃ রিয়াদ আহমদ, সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি মোঃ ইফতেখার হোসেন সুহেল, সাধারণ সম্পাদক মোঃ জুবায়ের আহমদ, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সহ-সাধারণ সম্পাদক রুহুল আমিন রুহেল ও মোঃ সিরাজ উদ্দিন রেজা, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রকিব, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নুমান আহমদ ও মোঃ আব্দুল মুকিত মুকুল, সিলেট জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ হাজী ময়নুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মুহিত, সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল গফুর, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সদস্য, মোঃ নজরুল ইসলাম চৌধুরী, মোঃ আজিজুর রহমান, নিয়াজ উদ্দিন, সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি জুলহাস হুসেন বাদল ও সাধারন সম্পাদক মো. ইউনুছ মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *