Main Menu

সিলেট বৌদ্ধ বিহারে দিনব্যাপী বুদ্ধ পূর্ণিমা উদযাপন

“হিংসা, বিদ্বেষ, লোভ, মোহ পরিহার করে মানুষের প্রতি মানুষের ভালোবাসা। এটাই বুদ্ধের প্রকৃত শিক্ষা” সিলেট বৌদ্ধ বিহারে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে বুদ্ধ পূর্ণিমা।
রোববার (১১ মে) সকাল থেকে শুরু হওয়া এ অনুষ্ঠানে শতাধিক বৌদ্ধ ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ভিক্ষুদের বাণীতে গুরুত্ব দেওয়া হয় বুদ্ধের মূল শিক্ষার ওপর “হিংসা, বিদ্বেষ, লোভ ও মোহ পরিহার করে মানুষের প্রতি মানুষের ভালোবাসাই হচ্ছে প্রকৃত শান্তির পথ।” সকাল বেলায় পবিত্র ত্রিস্বরণ ও পঞ্চশীল গ্রহণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর বুদ্ধপূজা, প্রদীপ প্রজ্বলন, ধ্যান ও প্রার্থনার মধ্য দিয়ে বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন-নবী। তিনি বলেন, “আজকের পৃথিবীতে বুদ্ধের অহিংসার বার্তা সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। সামাজিক শান্তি ও সহাবস্থানের জন্য আমাদের বুদ্ধের মানবতাবাদী দর্শন অনুসরণ করা উচিত।”
দিনব্যাপী আয়োজনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বুদ্ধের জীবন ও শিক্ষা বিষয়ক আলোচনা সভা এবং বিশেষ ভিক্ষু ধর্মদেশনা অনুষ্ঠিত হয়।
আয়োজকেরা জানান, ধর্মীয় সীমারেখা ছাড়িয়ে বুদ্ধের শান্তির বার্তা সবার জন্য। আমরা চাই, মানুষ মানুষকে ভালোবাসুক। এটাই হোক আমাদের মিলনের সূত্র।
সিলেট বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ সংঘানন্দ মহাথের এর সভাপতিত্বে ও সহ-সভাপতি পলাশ বড়ুয়া, চন্দ্রিকা বড়ুয়া মন্টির যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ারুজ্জামান।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সিলেট বৌদ্ধ সমিতির উপদেষ্টা নিশুতোষ বড়ুয়া, সুকান্তি বড়ুয়া, জ্যোতিমিত্র  বড়ুয়া মিঠুল, আহবায়ক রেনেসা মুৎসুদ্দী, সাধারণ সম্পাদক সুজন বড়ুয়া।
চিত্রঙ্কন প্রতিযোগিতা পরিচালনা করেন শিল্পকলা একাডেমির প্রশিক্ষক রিপন চন্দ্র, অন্তর বড়ুয়া, প্রভাষক রীমা চৌধুরী।
সদ্ধর্মদেশনায় ছিলেন কক্সবাজার চকরিয়া শাকপুরা-সার্বজনীন তপোবন বিহারের উপাধ্যক্ষ ও চকরিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির যুগ্ম সম্পাদক সংঘরত্ন ধর্মদূত এম প্রজ্ঞামিত্র থের (এম.এ), কক্সবাজার আন্তর্জাতিক ভাবনা কেন্দ্ররামুর প্রতিষ্ঠাতা পরিচালক চারি মহাতীর্থ শ্রীমৎ প্রজ্ঞাসত্য থেরো, কক্সবাজার রামু কেন্দ্রীয় সীমা বিহার আবাসিকে শ্রীমৎ ধর্মপাল থেরো, ঢাকা মেরুল বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের আবাসিক ভিক্ষু শ্রীমৎ পঞঞাচারা ভিক্ষু। মঙ্গলচারণ করেন সিলেট বৌদ্ধ বিহারের উপাধ্যাক্ষ শ্রীমৎ মহানাম ভিক্ষু।
উদ্বোধনী বক্তব্য রাখেন সিলেট বৌদ্ধ সমিতির সভাপতি চন্দ্রশেখর বড়ুয়া। আহবায়কের বক্তব্য রাখেন বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের আহবায়ক প্রকৌশলী রেনেসাঁ মুৎসুদ্দী। সম্পাদকীয় প্রতিবেদন উপস্থাপন করেন সিলেট বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক বাবু সুজন বড়য়া (বাঁধন)। বৌদ্ধ পূর্ণিমা উদযাপনে সার্বিক সহযোগিতা করেন রাজু বড়ুয়া, মিলন বড়ুয়া, আকাশ বড়ুয়া এনজয়, তিতাশ বড়ুয়া, বিজন বড়ুয়া, আকাশ বড়ুয়া, শংকর বড়ুয়া, দিপ্ত বড়ুয়া, জয় বড়ুয়া, বিজয় বড়ুয়া। বিজ্ঞপ্তি






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *