সিলেটে দুই দিনব্যাপী জলবায়ু মেলার উদ্বোধন

সিলেটে জলবায়ু পরিবর্তন ও অভিযোজনের সাথে খাপ খাইয়ে নেওয়ার বিভিন্ন কৌশল ও পদক্ষেপ সম্পর্কে সচেতনতা বাড়াতে দুই দিনব্যাপী জলবায়ু মেলা ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। আজ ১৬ এপ্রিল বুধবার সিটি কর্পোরেশনের সহয়োগিতায় এবং ইসলামিক রিলিফ বাংলাদেশ ও ইয়ুথনেট গ্লোবালের আয়োজনে চৌহাট্টায় কেন্দ্রীয় শহিদ মিনারে অনুষ্ঠিত মেলায় বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গৃহীত পদক্ষেপ এবং উদ্ভাবনী কৌশলগুলো তুলে ধরে।
ইসলামিক রিলিফ বাংলাদেশের জলবায়ু পরিবর্তন ও অভিযোজন এবং দুর্যোগ ঝুঁকিহ্রাস প্রোগ্রামের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) পদ্মাসন সিংহ। এতে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. শরাফ উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মো. মিজানুর রহমান মিয়া, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (পিপি) মোহাম্মদ আনিছুজ্জামান। স্বাগত বক্তব্য প্রদান করেন ইয়ুথনেট গ্লোবালের ক্যাপাসিটি ডেভেলপমেন্টের কো-অর্ডিনেটর নাজমুন নাহিদ।
মেলায় বক্তারা বলেন, জলবায়ু মেলায় অভিযোজনমূলক পদক্ষেপ ও প্রযুক্তি সম্পর্কে ধারণা পেলে মানুষের মধ্যে জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে। সেজন্য এ ধরনের মেলা আয়োজনের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা এবং অভিজ্ঞতা বিনিময় করা হলে জনগণ অভিযোজনমূলক কার্যক্রম গ্রহণ করতে উৎসাহিত হবে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের পাশাপাশি বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা এবং অংশীজনের ভূমিকা সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করা যাবে।
উদ্বোধনের পর অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। মেলায় ১৫টি স্টলে জলবায়ু সহনশীল কৃষি, পয়ঃনিস্কাশন, দুর্যোগ প্রস্তুতি ও প্রশমন বিষয়ক বিভিন্ন প্রযুক্তি ও কলাকৌশল এবং সরঞ্জামাদি প্রদর্শন করা হয়। আগামীকাল বৃহস্পতিবার ১৭ এপ্রিল বিকেলে মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী।
Related News
বাংলা নববর্ষ উপলক্ষে বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের আলোচনা সভা, রচনা চিত্রাঙ্কন প্রতিযোগীতার পুরস্কার বিতরণ
বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে সিলেট বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার আয়োজিত আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতারRead More

গাজায় ইসরাইলের নৃশংস গণহত্যা ও হামলার প্রতিবাদে বৃহত্তর গোয়াবাড়ী তাওহীদি জনতার বিক্ষোভ মিছিল
সিলেটের বৃহত্তর গোয়াবাড়ী তাওহীদি জনতার উদ্যোগে ফিলিস্তিনের গাজায় ইসরাইলের নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদেRead More