Main Menu

সিলেট নগরের ৬ থানায় অনলাইন জিডি সেবা চালু

সাধারণ ডায়েরি (জিডি) করতে আর ঝামেলায় পড়তে হবে না সিলেট মহানগর এলাকার ছয়টি থানার বাসিন্দাদের।

সিলেট মহানগর পুলিশের ছয় থানা হচ্ছে কোতোয়ালী মডেল থানা, জালালাবাদ, বিমানবন্দর, শাহপরাণ (রহ.), দক্ষিণ সুরমা ও মোগলাবাজার থানা।

আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) থেকে তারা ঘরে বসেই সব ধরনের জিডি করতে পারবেন তারা। তাদেরকে থানায় যেতে হবে না। আগে শুধু হারানো ও প্রাপ্তি বিষয়ে অনলাইনে জিডি করা যেত।

পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে সিলেট মহানগর ও চাঁদপুর জেলায় পাইলট প্রকল্প হিসেবে সব ধরনের অনলাইন জিডি সুবিধার উদ্যোগ নেওয়া হয়েছে।

নগরের ছয়টি থানায় প্রাথমিক পর্যায়ে পাইলট ভিত্তিতে অনলাইনে সব ধরনের জিডি সেবা চালুর কথা নিশ্চিত করেছেন মহানগর পুলিশ অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানিয়েছে, প্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে বিকাশ প্রতারণা, বিভিন্ন ধরনের হুমকি, আশঙ্কাসহ অন্যান্য বিষয়ে জিডি করা যাবে। প্রাথমিক পর্যায়ে পাইলট ভিত্তিতে সিলেট নগরের ও চাঁদপুরে কার্যক্রম শুরু হচ্ছে। পর্যায়ক্রমে হয়ত দেশের বিভিন্ন জেলা ও মহানগরীতে কার্যক্রম শুরু হবে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *