করোনার উপসর্গ নিয়ে সিলেটে ২ জনের মৃত্যু

করোনার উপসর্গ নিয়ে সিলেটে আরো ২ জনের মৃত্যু হয়েছে। তারা ২ জনই সিলেট শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যু হওয়া ২ জন পুরুষ।
এই তথ্য নিশ্চিত করেছেন শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুশান্ত কুমার মহাপাত্র।
তিনি জানান, করোনার উপসর্গ নিয়ে রবিবার বিকালে ১ জন এবং রাতে আরো ১ জনের মৃত্যু হয়। এদের ১ জনের বাসা নগরীর দরগা মহল্লা এলাকায়। তার করোনার উপসর্গ থাকার পাশাপাশি হার্টের সমস্যা ছিল। অপরজনের ঠিকানা তিনি জানাতে পারেন নি।
তাদের ২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে, রবিবার সিলেট জেলায় আরো ২২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। রবিবার ওসমানী মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তারা শনাক্ত হন। নতুন আক্রান্তদের মধ্যে সিলেট সদর উপজেলার ১০ জন, জৈন্তাপুরের ৭ জন, দক্ষিণ সুরমার ৪ জন ও গোলাপগঞ্জ উপজেলার ১ জন রয়েছেন।
Related News

সোনাতলা বাজারে খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে ধানের শীষের লিফলেট বিতরণ
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা বাজারে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-১ আসনে বিএনপিরRead More

বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের “অনুষ্ঠান ও বার্তা’র মানোন্নয়ন” বিষয়ে সেমিনার
বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের উদ্যোগে “অনুষ্ঠান ও বার্তার মানোন্নয়ন” বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। “বেতারRead More