Main Menu

ইসকন দিয়ে অরাজকতা তৈরি প্রতিবেশিসুলভ আচরণ নয় : সিলেটে ব্যারিস্টার ফুয়াদ

‘আমার বাংলাদেশ পার্টি’-এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, গত ১৫ বছর আওয়ামী ফ্যাসিবাদী সন্ত্রাস জনগণের বুকের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল। তারা হাজার হাজার কোটি টাকা লুটে বিদেশে পাচার করেছে। অধিকার হরণ করে জনগণকে দাসে পরিণত করেছিল। এই অবস্থা থেকে মুক্তি পেতে ছাত্র-জনতা মাঠে নেমেছিল। স্নাইপারের সামনে বুক পেতে দিয়েছিল তারা। তাদের ত্যাগের বিনিময়ে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে নগরীর কোর্ট পয়েন্টে সিলেট জেলা ও মহানগর এবি পার্টিও উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, হাজারো মানুষকে হত্যার পরও আওয়ামী লীগের মধ্যে কোন অনুশোচনা নেই। এখন নতুন করে অনেককে ফ্যাসিবাদেও পক্ষে অবস্থান নিতে দেখছি। আওয়ামী দুর্বৃত্তদের মতো এখন নতুন করে হাট-ঘাট ও মাঠ দখলের মহড়া চলছে। এভাবে এই দেশ চলতে পারেনা। বাংলাদেশকে অস্থিতিশীল করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। একটি প্রতিবেশি দেশ বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে মেতেছে। ইসকন দিয়ে অরাজকতা তৈরি প্রতিবেশিসুলভ আচরণ নয়।

এবি পার্টির সিলেট মহানগর শাখার আহবায়ক মো. উমর ফারুকের সভাপতিত্বে এবং জেলা সদস্য সচিব এডভোকেট হোসাইনুর রহমান লায়েস ও মহানগর সদস্য সচিব রেজাউল করিম শুয়েবের যৌথ সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের জাতীয় নির্বাহী কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আহবায়ক মো. আলতাফ হোসাইন, কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব গাজী নাসির ও সিলেট জেলা আহবায়ক এডভোকেট নাজমুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্যে মো. আলতাফ হোসাইন বলেন সিলেটবাসী বাংলাদেশের প্রত্যেকটি আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। গণঅভ্যুত্থানের পর আমরা দেখতে পাচ্ছি চাঁদাবাজ পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি বন্ধ হয় নাই। তিনি ফ্যাসিবাদের পতনের পর নতুন বাংলাদেশ গড়ার আন্দোলনে শরিক হওয়ার জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানান।

জনসভায় আরও বক্তব্য রাখেন জেলা যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক, জেলা যুগ্ম সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন, মহানগর যুগ্ম সদস্য সচিব আক্তার হোসেন, খলিল তাপাদার, যুব পার্টির সমন্বয়ক এম তানজিল হাসান, ছাত্রপক্ষের রিজওয়ানুল বারীসহ স্থানীয় নেতৃবৃন্দ।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *