স্থানীয় স্কাউট নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা: জুলাই- আগস্টে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের লক্ষ্য বাস্তবায়নে আমাদেরকে কাজ করতে হবে, আমিনুল ইসলাম

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সদস্য (১) ডা. মো. আমিনুল ইসলাম বলেছেন, জুলাই- আগস্টে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের লক্ষ্য বাস্তবায়নে আমাদেরকে কাজ করতে হবে। আমরা যেন একটি সুষণমুক্ত, বৈষম্যহীন, গণতান্ত্রিক সমাজ গড়তে পারি। সে ব্যাপারে সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি আরও বলেন আমাদের নিজ নিজ উদ্যোগ থেকে একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে। সর্বোপরি স্কাউট আন্দোলনকে আরো বেগবান করতে হবে।
শনিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় সিলেট সার্কিট হাউস মিলনায়তনে স্থানীয় স্কাউট নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. জাকির আহমদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।
বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নুরের জামান চৌধুরী, স্কাউট সিলেট অঞ্চলের কমিশনার মহিউল ইসলাম মুমিত, স্কাউট সদর দপ্তরের পরিচালক এইচ এম শামসুল আজাদ, মো. রুহুল আমিন, স্কাউট সিলেট আঞ্চলিক পরিচালক মোছা. মাহফুজা পারভীন ও জেলা- উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
Related News

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন: মোগলাবাজারের সরকারি কর্মকর্তার বিরুদ্ধে একটি পরিবারকে হয়রানির অভিযোগ
দক্ষিণ সুরমার মোগলাবাজারের সতীঘর গ্রামে একটি পরিবারকে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। শনিবার সিলেট প্রেসক্লাবে সংবাদRead More

গাজায় ইসরায়েলি নৃশংস হামলা ও গণহত্যার প্রতিবাদে বৃহত্তর শিবগঞ্জবাসীর বিশাল মানববন্ধন
ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি নৃশংস হামলা ও গণহত্যার প্রতিবাদে সিলেট নগরীর বৃহত্তর শিবগঞ্জ এলাকাবাসীরRead More