রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ার ৩০৭ তম নিয়মিত সাপ্তাহিক সভা সম্পন্ন

রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ার ৩০৭ তম নিয়মিত সাপ্তাহিক সভা সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার ( ১২) নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬ টায় নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত রেষ্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে সভা অনুষ্ঠিত হয়।
ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ নুরুল ইসলাম রূপন এর সভাপতিত্বে ও রোটারিয়ান রাহিম ইসলাম মিছলু’র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে প্রোগ্রাম শুরু হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব পাইওনিয়ারের চার্টাড প্রেসিডেন্ট রোটারিয়ান আব্দুস সালাম, সেক্রেটারী রোটারিয়ান আজাদ উদ্দিন, পি পি, রোটারিয়ান মাহবুব ইকবাল মুন্না, পি পি, রোটারিয়ান এনামুল কবির, পি পি মওদুদ আহমদ, আই পিপি রোটারিয়ান মকসুদুর রহমান চৌধুরী , প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান মুরাদুজ্জামান চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান মোশাররফ হোসেন চৌধুরী মিশু, আন্তর্জাতিক ডিরেক্টর রোটারিয়ান তোফায়েল আহমদ, কমিউনিটি ডিরেক্টর রোটারিয়ান কবির আহমদ, রোটারিয়ান এম রহমান ফারুক, রোটারিয়ান গোলাম কিবরিয়া নাঈম , রোটারিয়ান কুতুব উদ্দিন, রোটারিয়ান নুরূল ইসলাম জুয়েল, অতিথি হিসেবে উপস্হিত ছিলেন আব্দুল হাফিজ চৌধুরী।
সভা শেষে রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ারের প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ নুরুল ইসলাম রুপন ও পাইওনিয়ার পরিবারের সবাই আব্দুল হাফিজ চৌধুরীকে পিন পরিয়ে সদস্য হিসেবে বরণ করেন।
এদিকে সভায় সর্বসম্মতিক্রমে রোটারী ক্লাব অব সিলেট পাইওনিয়ার এর সকল কার্যক্রম থেকে রোটারিয়ান শেখ জাবেদ আহমদকে ক্লাবের যুগ্ম সেক্রেটারী ও সাধারণ সদস্য পদ থেকে অব্যাহতি দেয়া হলো। বিজ্ঞপ্তি
Related News

সিলেটে দুই দিনব্যাপী জলবায়ু মেলার উদ্বোধন
সিলেটে জলবায়ু পরিবর্তন ও অভিযোজনের সাথে খাপ খাইয়ে নেওয়ার বিভিন্ন কৌশল ও পদক্ষেপ সম্পর্কে সচেতনতাRead More

সিলেটের সড়কে ঝরলো শিক্ষিকার প্রাণ, গুরুতর আহত বিজিবি সদস্য ভাই
সিলেটের জকিগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ হারালেন মোটরসাইকেল আরোহী এক স্কুল শিক্ষিকা। এ ঘটনায় গুরুতর আহতRead More