Main Menu

সিলেট সদর উপজেলার এইচ পি ভি ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন মধ্যবর্তী পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সিলেট সদরন উপজেলার এইচ পি ভি ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন ২০২৪ এর ক্যাম্পেইন মধ্যবর্তী পর্যালোচনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) সকালে উপজেলা হল রুমে নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াৎ এর সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আহমদ সিরাজুম মুনীর এর পরিচালনায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে ৫ ম থেকে ৯ ম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রী এবং ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের বিনামূল্যে এইচপিভি টিকাদান চলছে। এই ক্যাম্পেইনের সিলেট সদর উপজেলার উদ্দিষ্ট মেয়ের সংখ্যা ১৪৩৩৩ জন। যার মধ্যে ৮৭৬৩ জন অনলাইনে রেজিষ্ট্রেশন করেছেন। আজ পর্যন্ত সিলেট সদর উপজেলায় ৭০৯১ জন মেয়ে টিকা গ্রহন করেছেন। যদিও তার মধ্যে ৫৫১১ জন অনলাইনে নিবন্ধিত হয়েছেন। বাকিরা অনলাই্নে ১৭ ডিজিটের ডিজিটাল জন্ম নিবন্ধন কার্ড না থাকার কারণে নিবন্ধিত হতে পারেনি।

সিলেট সদর উপজেলার প্রত্যেকটি মাদ্রাসা এই টিকা গ্রহণের হার খুবই কম। বেশির ভাগ অভিভাবকরাই তাদের সন্তানদের এই টিকা দিতে রাজি হচ্ছে না। তাছাড়া মাদ্রাসা কর্তৃপক্ষও এই ব্যাপারে খুব একটা সহযোগীতা করছেন না। টিকার হার বাড়ানোর জন্য অনেক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এব্যাপারে সকলের সহযোগীতার মনোভব নিয়ে এগিয়ে আসা প্রয়োজন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আবুল মনসুর আসজাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিরণ মাহমুদ, কৃষি কর্মকর্তা অপূর্ব লাল সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল তালুকদার, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. নাহিদ আরজুমান বানু, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দ্বীজ রাজ বর্মন, উপজেলা সমাজসেবা অফিসার নুসরাত এ ইলাহি, সাংবাদিক এম রহমান ফারুক সহ সমন্বয় কমিটির সদস্য বৃন্দ।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *