আফলাতুন নেছা-পীর বকস পাঠাগারের কাযর্রকরী কমিটির সভা অনুষ্ঠিত
আফলাতুন নেছা-পীর বকস পাঠাগারের কাযর্রকরী কমিটির এক সভা গত ২৩ মে শনিবার রাতে দক্ষিণ সুরমার কামাল বাজার ইউনিয়নের গুপ্তরগাঁওয়ে পাঠাগারে অনুষ্ঠিত হয়। পাঠাগারের সভাপতি মোহাম্মদ নওয়াব আলীর সভাপতিতে ও মারুফ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় পাঠাগারের প্রধান উপদেষ্টা হাজী তোয়াব আলী ও উপদেষ্টা হাফিজ তাহির আলীর অকাল মৃতুতে এক মিনিট নিরবতা পালন করে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
আলোচনায় অংশ নেন উপদেষ্টা মো. ছোয়াব আলী, সাধারণ সম্পাদক রহমত আলী খোকন, সাংগঠনিক সম্পাদক মকসুদ আহমদ বাসিত, কোষাধ্যক্ষ সাবিহা আফরিন তাহমিনা, সদস্য সানজিদা শারমিন লাকী, নাবিদ হাসান, নাফিস ইকবাল, তাসমিন বিনতে নওয়াব ও লাবিব ইসলাম ইফাজ প্রমুখ।
Related News
সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধন পেয়েছে সিলেট ট্যুরিস্ট ক্লাব
সিলেটের ঐতিহ্যবাহী ভ্রমণ বিষয়ক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট ট্যুরিস্ট ক্লাব সরকারি নিবন্ধন পেয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশRead More
বিএনপি ক্ষমতায় গেলে সবাইকে নিয়ে রেইনবো ন্যাশন গঠন করবো, এম এ মালিক
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সভাপতি আলহাজ¦ এম এ মালিক বলেছেন, আওয়ামীRead More

