জালালাবাদ ইউনিয়নে ত্রাণ বিতরণ করলেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী
বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, কটুর আন্দোলনের মাধ্যমে পরাধীনতা চুক্তি বাতিল করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা হবে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেয়া হবে। দেশের জনগণের দুর্দিন ও দুর্ভোগে বিএনপি জনগণের পাশে ছিল। এখনো আছে ভবিষ্যতেও থাকবে। সকল আন্দোলন সংগ্রামে দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
শুক্রবার (৫ জুলাই) বিকেলে সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়নের কুরিরগাঁও বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় জেলা বিএনপির উদ্যোগে বন্যার্ত মানুষের মধ্যে ত্রণ বিতরণ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।
এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির উপদেস্টা, সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক, সাবেক মেয়র জি কে গৌস, কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন, মিফতাহ সিদ্দিকী, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের শামীম ও মিজানুর রহমান চৌধুরী মিজান, জেলা বিএনপির সাধারণ সম্পদক এমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সহ সভাপতি এ. কে এম তারেক কালাম, মাহবুব রব চৌধুরী ফয়সল, আজির উদ্দিন চেয়ারম্যান, শহীদ আহমদ চেয়ারম্যান, জেলা যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, জেলা গণশিক্ষা বিশষক সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর আজিজ, জেলা বিএনপির উপদেস্টা আব্দুর রহমান, ইসলাম উদ্দিন, রফিকুল ইসলাম, জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক আল মামুন খান, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পদক বাদশা আহমদ, সহ দপ্তর সম্পাদক মাহবুব আলম, জেলা যুবদলের সভাপতি এডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট, সদর বিএনপির যুগ্ম সম্পদক জাহেদ আহমদ, আব্দুল খালিক, সাংগঠনিক সম্পাদক আকবর আলী, সদর যুবদলের আহবায়ক আবুল হাসনাত, যুগ্ম আহবায়ক আইনুল হক, জালালাবাদ থানা কৃষকদলের আহবায়ক ফখর উদ্দিন, সদর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুর রহমান আমিন, জালালাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিক আলী, মহানগর যুবদল নেতা ওসমান গণী, জেলা ছাত্রদল নেতা আব্দুস সালাম টিপু, যুবদল নেতা জামাল আহমদ, দুলাল রেজা, আব্দুল আহাদ রানা, তারেক আহমদ, রুহেল আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা আশিকুর রহমান আশিক, ছাত্রদল নেতা মোহাম্মদ আলী, দিলওয়ার হোসেন সায়েম, রুকনুল ইসলাম শামীম, আলী আব্বাস, জাবেদ প্রমুখ।
Related News
বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করে শিক্ষার্থীদের বাংলাদেশের উন্নয়নে কাজ করতে হবে, ড. মোহাম্মদ শহিদুল হক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফেকাল্টি অব ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ডীন ড. মোহাম্মদRead More
কন্দাল ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য দেশব্যপী আরো বিপ্লব ঘটাতে হবে, ড. কাজী মজিবুর রহমান
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মোহাম্মদ কাজী মজিবুর রহমান বলেছেন, কন্দালRead More