জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার

জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার। সিলেট জেলার উপজেলা পর্যায়ের কার্যালয়সমূহের প্রধানদের মধ্যে তিনি এ সম্মাননা অর্জন করেন।
বৃহস্পতিবার (২৭ জুন) বিকেলে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সিলেট জেলার জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের হাত থেকে তিনি এ সম্মাননা গ্রহণ করেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, সততা ও নৈতিকতা, নেতৃত্বের গুণাবলী, সিদ্ধান্ত গ্রহণ, এপিএ ও প্রকল্প বাস্তবায়ন ও অভিলক্ষ্য বাস্তবায়নে দক্ষতাসহ মোট ১০টি মূল্যায়ন সূচকের ওপর ভিত্তি করে চলতি বছরে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়।
এ বিষয়ে সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার বলেন, আমি সব সময় নিষ্ঠার ও সততার সাথে সরকারি সকল দায়িত্ব পালনের চেষ্টা করেছি। কাজের স্বীকৃতি সত্যিই আনন্দের। এ সম্মাননা আমার জন্য নিরন্তর অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে আমি মনে করি।
Related News

পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল সিলেট
ছয় দফা দাবিতে সারাদেশের মতো সিলেটেও সমাবেশ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। রোববার দুপুরে নগরীর কেন্দ্রীয়Read More
বাংলা নববর্ষ উপলক্ষে বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের আলোচনা সভা, রচনা চিত্রাঙ্কন প্রতিযোগীতার পুরস্কার বিতরণ
বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে সিলেট বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার আয়োজিত আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতারRead More