সদর উপজেলায় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ৪টি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ফলক উন্মোচন

সারা দেশের ন্যায় সিলেট সদর উপজেলার ৪টি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। পরে তার নির্দেশনায় স্থানীয় ভাবে সিলেট সদর উপজেলার জাঙ্গাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, লামাগাঁও তালুকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আম্বরখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ফলক উন্মোচন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ ও উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি আসমা জাহান সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিল্লাত আহমদ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মোগলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হিরন মিয়া, পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিরন মাহমুদ, উপজেলা প্রকৌশলী হাসানুজ্জামান, কৃষি অফিসার অপূর্ব লাল সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ফরহাদ হোসেনসহ প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মোরশেদ আহমদ চৌধুরী মাসুম। আম্বরখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রীনা রানী কর্মকার, স্কুলের ম্যানেজিং কমিটির সহ—সভাপতি খালেদা সুলতানাসহ শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জাঙ্গাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মনাফ, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, শিশির কান্তি দেবনাথ, প্রধান শিক্ষক সেলি সমাজপতি, সোনালি সমাজকল্যাণ সংঘের সাধারণ জুবায়ের আহমদসহসহ এলাকার মুরব্বিগণ, লামাগাঁও তালুকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা আওয়ামী লীগ নেতা বিদ্যালয় আমির আহমদ মোস্তফা, ম্যানেজিং কমিটির সভাপতি, পশ্চিম সদর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন ফেদৌসসহ শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Related News

সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধন পেয়েছে সিলেট ট্যুরিস্ট ক্লাব
সিলেটের ঐতিহ্যবাহী ভ্রমণ বিষয়ক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট ট্যুরিস্ট ক্লাব সরকারি নিবন্ধন পেয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশRead More

বিএনপি ক্ষমতায় গেলে সবাইকে নিয়ে রেইনবো ন্যাশন গঠন করবো, এম এ মালিক
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সভাপতি আলহাজ¦ এম এ মালিক বলেছেন, আওয়ামীRead More