সিলেট সদর উপজেলায় ইয়ুথ ইন ক্লাইমেট এ্যাকশন প্রকল্পের অবহিতকরণ সভা
এফআভিডিবি’র বাস্তবায়নে বৃটিশ কাউন্সিল বাংলাদেশের সহায়তায় সিলেট সদর উপজেলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুর ১২ টায় উপজেলা পরিষদের হলরুমে ইয়ুথ ইন ক্লাইমেট এ্যাকশন প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর নজরুল ইসলাম মনজুরের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার।
অবহিতকরণ সভায় উপস্থিত ছিলেন, সিলেট সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আবুল মনসুর আসজাদ, উপজেলা মাধ্যমিক অফিসার অভিজিৎ কুমার পাল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল জলিল তালুকদার, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. আব্দুল আহাদ, উপজেলা সহকারী প্রকৌশলী মো. লায়েছ মিয়া তালুকদার, উপজেলা পরিসংখ্যান অফিসার অপূর্ব দাশ, উপজেলা উপ খাদ্য পরিদর্শক মো. বশির হোসেন, সিলেট আর ডব্লিউ ডিও’র এডমিন অফিসার মো. মহসিন রেজা, বলাউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব পুরকাস্থ, কৃষ্ণ গোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন চন্দ্র তালুকদার, সাংবাদিক এম রহমান ফারুক, মো. মতিউর রহমান, উপজেলা সিও তাপস পাল, উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের নাজির মোহন দেবনাথ, ইয়ুথ ইন ক্লাইমেট এ্যাকশন প্রকল্পের প্রজেক্ট সুপারভাইজার হেলেন সরকার, আবুবকর শিকদার, ক্যাম্পেইন মবিলাইজার মো. আবু বকর সিদ্দিক প্রমুখ।
সভায় জানানো হয়, জলবায়ু কর্মকান্ডে যুবাদের সাংগঠনিক নেতৃত্ব তৈরি করা, জলবায়ু সংক্রান্ত জ্ঞান এবং তথ্য অর্জন, জলবায়ু কার্যক্রম মূল্যায়ন ও পরিকল্পনা বিষয়ে যুবাদের ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রশমন(mitigation) ও অভিযোজন(adaptation) কার্যক্রমে যুবদের অংশগ্রহণ বৃদ্ধি করা, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এলাকাভিত্তিক কর্ম-পরিকল্পনা তৈরি ।
সচেতনতা বৃদ্ধির মাধ্যমে যুব-সংগঠন’সহ স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা তৈরি করা ও স্থানীয় জনগোষ্ঠী এবং দায়িত্ববাহকদের মধ্যে কার্যকরী সংযোগ স্থাপন নিয়ে সদর উপজেলার ২টি ইউনিয়নে কাজ করা হবে। প্রকল্পের মেয়াদ আগামী ২০২৪ সালের মার্চ মাস পর্যন্ত।
Related News
স্থানীয় স্কাউট নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা: জুলাই- আগস্টে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের লক্ষ্য বাস্তবায়নে আমাদেরকে কাজ করতে হবে, আমিনুল ইসলাম
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সদস্য (১) ডা. মো. আমিনুল ইসলাম বলেছেন, জুলাই- আগস্টে যারা জীবনRead More
কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর জমি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও টাকা আত্মসাতের অভিযোগ
সিলেটের কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর জমি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বুধবার সিলেটRead More