নব্বই দশকের সাবেক ছাত্রনেতা জুনেদ আহমদ এর দেশে গমণ।। ওসমানী বিমানবন্দরে সংবর্থনা প্রদান
যুক্তরাজ্য আওয়ামী লীগের নর্থ ষ্টাফফোর্ড ষ্টোক অন ট্রেন্ট শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নব্বই দশকের তূখোড় ছাত্রনেতা জুনেদ আহমদ এর দেশে আগমন। তিনি বাংলাদেশ বিমানে লন্ডন থেকে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুপুর সাড়ে ১২ টায় অবতরণ করেছেন।
নব্বই দশকের এর ছাত্রনেতার দেশে আসার খবর শোনে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে ছোটো যান, নব্বই দশকের সাবেক ছাত্রনেতারা।
এসময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ আসনের সাংসদ গাজী মোহাম্মদ শাহনওয়াজ (মিলাদ গাজী), সিলেটমহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, কার্যনির্বাহী সদস্য সুদীপ দে, লয়লুছ আহমদ চৌধুরীসহ আওয়ামী লীগ লীগ পরিবারের সদস্যবৃন্দ।

এসময় নব্বই দশকের এই ছাত্রনেতাকে বিমানবন্দরে ফুল দিয়ে শুভেচ্ছা যানানো হয়।
সাংসদ গাজী মোহাম্মদ শাহনওয়াজ (মিলাদ গাজী) বলেন, নব্বই দশকের ছাত্রনেতারা এই দেশের সোনালী ফসল। তারা বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে দেশ বিদেশে কাজ করে যাচ্ছেন। তাদের মধ্যে থেকে জুনেদ আহমদ অন্যতম। আমি প্রত্যাশা করছি তারা দেশ ও জাতির কল্যাণে সবসময় কাজ করে যাবেন।
Related News
এলএসটিডি প্রকল্পের আওতায় সদর উপজেলার পাইকরাজ প্রযুক্তি গ্রামে বীজ সংরক্ষণ পাত্র বিতরণ
কৃষকদের মাঝে মানসম্মত ধানের বীজ সংরক্ষণের সচেতনতা বৃদ্ধি ও টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ধানRead More
“বিএনপি ক্ষমতায় গেলে সিলেটে ব্যাপক শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করব” – খন্দকার আব্দুল মুক্তাদির
“বিএনপি ক্ষমতায় গেলে সিলেটে ব্যাপক শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে” বলে আশাবাদ ব্যক্ত করেছেনRead More

