Main Menu

লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র র‌্যালি ও ফ্রি মেডিকেল ক্যাম্প

অক্টোবর সেবা মাস উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র উদ্যোগে নগরীতে এক র‌্যালি, ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্প ও দরিদ্র পরিবারের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।
শনিবার (১ অক্টোবর) সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামন থেকে র‌্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নগরীর মানিকপীর রোডস্থ লায়ন্স হাসপাতালে গিয়ে শেষ হয়।
র‌্যালিতে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র প্রেসিডেন্ট লায়ন মাহমুদা সুলতানা, সেক্রেটারী লায়ন সানজিদা খানম, ক্লাব ডাইরেক্টর লায়ন নাজনীন হোসেন, লায়ন আছমা কামরান, লায়ন খায়রুন্নেছা শেলী, লায়ন আছিয়া খানম শিকদার, লায়ন বিলকিস নূর, লায়ন হেলেন আহমেদ, লায়ন সাহেদা পারভীন চৌধুরী নাজমা, লায়ন সাজেদা পারভীন, লায়ন সাকেরা সুলতানা জান্নাত প্রমুখ।
পরে লায়ন্স হাসপাতালের সামনে দরিদ্র পরিবারের মধ্যে ক্লাব প্রেসিডেন্ট লায়ন মাহমুদা সুলতানার সৌজ্যেনে সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা গভর্নর লায়ন শরীফ আলী খান এমজেএফ। বিশেষ অতিথি ছিলেন সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন শাহানা রহমান এমজেএফ, প্রথমবার জেলা গভর্নর লায়ন লুৎফুর রহমান এমজেএফ, কেবিনেট সেক্রেটারি মীর সফিকুল আলম কনক, কেবিনেট ট্রেজারার ডাঃ খন্দকার মাজহারুল আনোয়ার এমজেএফ, লায়ন ইউসুফ সোহেল, লায়ন আশিকুল আলম চৌধুরী, লায়ন ফিরোজ আহমেদ, লায়ন মাসুদ রানা প্রমুখ। এছাড়াও সিলেটের বিভিন্ন লায়ন্স ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে নগরীর বাগবাড়িস্থ লয়ান্স চুক্ষ হাসপাতালে ক্লাব ডাইরেক্টর লায়ন খায়রুন্নেছা শেলী’র সৌজন্যে ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে দিনব্যাপী প্রায় কয়েক শতাধিক দরিদ্র জনগণ চিকিৎসা গ্রহণ করেন।
অক্টোবর সেবা মাস উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র বিভিন্ন মানবিক সেবা কার্যক্রম শুরু হয়েছে। এই সেবা থেকে বঞ্চিত জনগোষ্ঠী উপকৃত হবেন। বিজ্ঞপ্তি






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *